• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাসের শুরুতেই বড় চমক, ফুলকি জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ ‘গীতা LLB’র! দেখুন চমকে দেওয়া TRP তালিকা

সারাসপ্তাহ ধরে কার জনপ্রিয়তা কতটা বাড়ল সেই হিসেবে মেলে বৃহস্পতিবার টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় (Target Rating Point)জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha) TRP কমলেই যে কোনো মেগার আয়ু কমতে থাকে। ইতিমধ্যেই এসপ্তাহের টিআরপি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে চমকে দেওয়ার মত ফলাফল দেখা যাচ্ছে। সবথেকে বেশি চমকে দিয়েছে ষ্টার জলসার ‘গীতা LLB’ (Geeta LLB)। তবে সে একা নয়, আছে আরও চমক।

গতসপ্তাহের মত এবারেও সেরা বাংলা সিরিয়ালের মুকুট উঠল জি বাংলার ‘জগদ্ধাত্রী’র মাথায়। সপ্তাহে জ্যাস সন্ন্যালের কাহিনী  পেয়েছে ৮.৭ পয়েন্ট। এরপর দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি, তবে সবাইকে চমকে এবারে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে ‘গীতা LLB’ ও। দুজনেই পেয়েছে ৮.৪। তৃতীয় স্থানে রয়েছে সৃজন-পর্ণার কাহিনী নিম ফুলের মধু। প্রোমোটারকে পাওয়া টাকা ছুড়ে মেরে দত্তবাড়িকে তো বাঁচিয়েছেই। সাথে ইশার মুখেও আরও একবার ঝামা ঘষে দিয়েছে পর্ণা। এই সমস্ত করে এসপ্তাহে ৭.৩ পয়েন্ট তুলেছে ধারাবাহিকটি।

   

Target Rating Point,TRP List,Bengali Serial,Zee Bangal,Star Jalsha,Jagaddahtri,Geeta LLB,টার্গেট রেটিং পয়েন্ট,টিআরপি লিস্ট,বাংলা সিরিয়াল,জি বাংলা,ষ্টার জলসা,জগদ্ধাত্রী,গীতা এলএলবি

চতুর্থ স্থানে নিজের জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। একদিকে সূর্য চলে যেতে রুপার চিকিৎসার টাকার জন্য হন্যে হয়ে ঘুরছে দীপা। অন্যদিকে অর্জুনের সমস্যা আর সেনগুপ্ত বাড়ির মেয়ে তিস্তাকে ভিক্টরের হাত থেকে বাঁচানোর চেষ্টা। ধামাকেদার সমস্ত পর্বের জেরে ৭.২ পেয়ে চতুর্থ অনুরাগের ছোঁয়া। আর পঞ্চমস্থানে রয়েছে ‘মিস গোবর দেবী’ থুড়ি কথা। এসপ্তাহে ৭.১ পেয়েছে ষ্টার জলসার কথা সিরিয়াল। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।

আরও পড়ুনঃ তিস্তাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে আনল দীপা, তবুও জুটল অপমান! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৮.৭ প্রথম
ফুলকি, গীতা LLB – ৮.৪ দ্বিতীয় 
নিম ফুলের মধু – ৮.৩ তৃতীয় 
অনুরাগের ছোঁয়া – ৭.২
কথা – ৭.১

কোন গোপনে মন ভেসেছে, সন্ধ্যাতারা – ৬.৯
কার কাছে কই মনের কথা – ৬.৭
Love বিয়ে আজকাল – ৬.৬
জল থই থই ভালোবাসা, তোমাদের রাণী – ৬.৫
তুমি আশেপাশে থাকলে – ৬.১

আরও পড়ুনঃ নতুনদের জায়গা দিতে বন্ধ হচ্ছে জি বাংলার ৪ জনপ্রিয় সিরিয়াল! খবর পেতেই মাথায় হাত দর্শকদের

সেরা দোষের তালিকায় না থাকলেও ‘ইচ্ছে পুতুল’ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচলা তুঙ্গে। মেঘ ও নীলের বিয়ের প্লানিং করা হচ্ছে দুই বাড়ির তরফ থেকেই যদিও সেবিষয়ে সে নিজেই কিছু জানে না। এদিকে ময়ূরী আবারও মেঘের ক্ষতি করার জন্য উদ্ধত। এসপ্তাহে ইচ্ছে পুতুলের ঝুলিতে এসেছে ৫.৪ পয়েন্ট। যেমনটা জানা যাচ্ছে খুব শীঘ্রই শেষ হবে ধারাবাহিকটি। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে আর ফ্রেব্রুয়ারি মাসেই নাকি হবে শেষ সম্প্রচার। তবে এখনও অন্তিম পর্ব টেলিকাস্টের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।

site