• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনদের জায়গা দিতে বন্ধ হচ্ছে জি বাংলার ৪ জনপ্রিয় সিরিয়াল! খবর পেতেই মাথায় হাত দর্শকদের

Published on:

4 New Bengali Mega Serials Coming in Zee Bangla

বাঙালি দর্শকদের সান্ধ্য বিনোদন মানেই জি বাংলা (Zee Bangla), ষ্টার জলসা থেকে শুরু করে কালার্স বাংলা বা সান বাংলার মত চ্যানেলের সিরিয়াল (Bengali Serial)। ভিন্ন গল্পের একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয় প্রতিদিন। এর মধ্যে যাদের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) সবচেয়ে বেশি তারাই হয় সেরা। আর টিআরপি কমলেই সেই মেগা বন্ধের দিকে এগোতে থাকে। বিগত কয়েক মাসে টিআরপি কম হওয়ায় একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে বদলে এসেছে নতুন গল্প। তবে এবার জানা যাচ্ছে জি বাংলায় আসছে আরও চার নতুন ধারাবাহিক।

আসলে বেশ কিছু সিরিয়াল রয়েছে যার টিআরপি অনেকটাই কমে গিয়েছে। এমনকি শেষ শুটিং পর্যন্ত হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এই যেমন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক প্রায় শেষের দিকে। শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে যেটা ফেব্রুয়ারি মাসেই সম্প্রচারিত হবে। এমনই আরও কিছু মেগা শেষ হয়ে তার বদল একসাথেই হয়তো নতুন চার ধারাবাহিক শুরু হবে। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে টেলিপাড়া থেকে।

Zee Bangla Bengali serial Icche Putul Neel will trust Megh this time not Mayuri

যেমনটা জানা যাচ্ছে ব্লুজ প্রোডাকশন, বাংলা টকিজ ও সুব্রত রায়ের প্রোডাকশন থেকে নতুন তিনটি সিরিয়াল আসছে। এছাড়াও সদ্য খবর মিলেছে অর্গানিক ষ্টুডিওর তরফ থেকেও নতুন ধারাবাহিক আসবে। তবে দর্শকদের চিন্তার কারণ হল যে নতুন মেগা শুরু হলে পুরোনো অনেকেরই যাত্রা শেষ হয়। এখন কোন কোন সিরিয়াল শেষ হয়ে সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুনঃ শিমুল জেলে যেতেই বেরোচ্ছে প্রতীক্ষার রূপ, হাড়েহাড়ে বুঝছে মধুবালা! ফাঁস ‘পুতুলের মাথা ফাটানো’ পর্ব

দর্শকদের অনেকেই হয়তো জানেন, বর্তমান বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’ ব্লুজ প্রোডাকশনের। শুধু তাই নয়, ষ্টার জলসার হাই ভোল্টেজ কোর্ট ড্রামা ‘গীতা এলএলবি’ ও ব্লুজ এর আওতায়। এছাড়াও সুব্রত রায়ের প্রোডাকশন একসময় ‘ভানুমতির খেল’ ও ‘করুণাময়ী রাণী রাসমণি’ এর মত সিরিয়াল উপহার দিয়েছে। অন্যদিকে অর্গানিক ষ্টুডিও এর তরফে মিঠিঝোরা সম্প্রচারিত হয় জি বাংলায়।

Zee Bangla Mili Serial

মিঠিঝোরা শুরু হয়ে খুব বেশিদিন হয়নি। তবে সিরিয়ালের জনপ্রিয়তা এমন কিছু বাড়েনি, টিআরপি তালিকা দেখলেই সেটা বোঝা যায়। গত বছর যে হারে ৩-৬ মাসের মধ্যে একাধিক মেগা বন্ধ হয়েছে টিআরপির অভাবে তাই নতুনেরা জনপ্রিয়তা না পেলে কতদিন চলবে সেটা নিশ্চিত করে বলতে পারা মুশকিল। তবে নতুন ধারাবাহিক শুরু হলে যে পুরোনোদের ওপর চাপ বাড়বে সেটা একপ্রকার নিশ্চিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥