ষ্টার জলসা (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকে চলছে একেরপর এক ধামাকা টুইস্ট। একদিকে রুপার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ব্যস্ত দীপা। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির মেয়ে তিস্তাকে বিয়ে করতে চলেছে ভিক্টর। বিপদ আঁচ করতে পেরে তাকেও বাঁচাতে ছুটেছে সে। এক মন্দিরের সামনে দীপার সন্দেহ হয় যে সে ভিক্তর আর তিস্তাকে দেখেছে। এদিকে অর্জুনও ফেসবুক লাইভ থেকে বুঝতে পারে কোনো এক মন্দিরেই বিয়ের আয়োজন চলছে।
এরপর দীপা ও অর্জুনের মধ্যে কথা হয় ও অর্জুন হাজির হয় সেই মন্দিরে যেখানে বিয়ের আয়োজন চলছিল। সেখানে এসে দেখা যায় ভিক্টরের প্রেমে অন্ধ হয়ে ঠিক ভুল না বুঝেই বিয়ের পিঁড়িতে বসেছে তারা দুজনে। এই সমস্তটা ফেসবুক লাইভের মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে যা বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের সকলেই ভালোবাসার জন্য ভিক্টরের মিথ্যে অভিনয় বুঝতে না পেরে তাকেই সাপোর্ট করছে।
বিয়ের পিঁড়ি থেকে তিস্তাকে টেনে তুলে নেয় দীপা। কিন্তু ভিক্টরও যে টাকার লোভে মত্ত। কিছুতেই তিস্তাকে ছাড়তে রাজি নয় সে। তাই মন্দিরেই নতুন নাটক শুরু করে। তিস্তা যদি বিয়ে না করে তাহলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এমনকি ছুরি নিয়ে নিজের হাত পর্যন্ত কাটতে যায়। এসব দেখে দুর্বল হয়ে পরে সে। শেষমেশ অর্জুন ও দীপার হাজার বারণ সত্ত্বেও তিস্তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় ভিক্টর।
আরও পড়ুনঃ শিমুল জেলে যেতেই বেরোচ্ছে প্রতীক্ষার রূপ, হাড়েহাড়ে বুঝছে মধুবালা! ফাঁস ‘পুতুলের মাথা ফাটানো’ পর্ব
বিয়ে করে নিলেও তিস্তাকে ভিক্টরের কাছে রাখতে কিছুতেই রাজি নয় দীপা। তাই অর্জুনের সাথে তাকে সেখান থেকে তুলে এনে সেনগুপ্ত বাড়িতেই দিয়ে গিয়েছে। কিন্তু এতেও ভালো হওয়ার বদলে খারাপই হয়েছে দীপার। ভিক্টরের লাইভ দেখে ক্ষুদ্ধ জনতা সেনগুপ্ত বাড়ির সামনে প্রতিবাদ করতে হাজির হয়েছে। তিস্তাকে বাড়ি এনে বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই বুঝতে রাজি নয় সে।
আরও পড়ুনঃ নতুনদের জায়গা দিতে বন্ধ হচ্ছে জি বাংলার ৪ জনপ্রিয় সিরিয়াল! খবর পেতেই মাথায় হাত দর্শকদের
এদিকে দীপা তিস্তাকে বোঝানোর জন্য এলে তাকেও অপমান করে বাড়ির লোকে। কাকিয়া থেকে লাবণ্য সেনগুপ্ত দুজনেই দীপাকে দোষারোপ করেছে সমস্ত কিছুর জন্য। এমনকি দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে লাবণ্য। যে পরিবারের জন্য এতদিন ধরে এতকিছু করল, সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করলে আজ তাদের এই ব্যবহার কিছুতেই বিশ্বাস করতে পারছে না দীপা। এবার আগামী দিনে কোনদিকে মোড় নেয় গল্প সেটাই দেখার।