শীতকাল পড়তে না পড়তেই অনেকে পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন (Travel)। ক্রিসমাস, নিউ ইয়ার সেখানেই কাটানোর প্ল্যান করেছেন অনেকে। আপনিও যদি নতুন বছরে পাহাড় যাওয়ার প্ল্যান করে থাকেন। তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজকের প্রতিবেদনে শীতের ছুটিতে ঘোরার মতো উত্তরবঙ্গের (North Bengal) সেরা ৫টি অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা।
লাভা-লোলেগাও-রিম্বিক-রিশপ (Lava Lolegaon Rishop Rimbik) : কালিম্পং থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত লাভা উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির মধ্যে একটি। পাইনের জঙ্গলে ঘেরা এখানকার শান্ত-নির্জন পরিবেশ আপনার হৃদয়হরণ করার জন্য যথেষ্ট। আর সন্ধ্যাবেলায় লোলেগাঁও থেকে যদি কালিম্পংকে দেখেন তাহলে মনে হবে যেন ছোট্ট ছোট্ট হাজার হাজার প্রদীপ জ্বলছে। আর লাভা থেকে রিম্বিক-রিশপও খুব একটা দূর না। হাতে সময় থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারবেন।
সান্দাকফু-ফালুট (Sandakphu Phalut) : ট্রেকিং প্রিয় মানুষদের অত্যন্ত পছন্দের একটি ডেস্টিনেশন হল সান্দাকফু। তবে সাধারণ পর্যটকরাও সেখানেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনি ল্যান্ড রোভার ভাড়া করে নিতে পারেন। লোক যত বেশি হবে ভাড়াও তত কম পড়বে। সান্দাকফু গেলে একইসঙ্গে আপনি ফালুট থেকেও ঘুরে আসতে পারেন।
আরও পড়ুনঃ এক নিমেষে দূর সব ক্লান্তি! শীতে ঘুরে আসুন বাংলার এই ৫ জায়গা থেকে, চাঙ্গা হয়ে যাবে শরীর-মন
সুনতালেখোলা (Suntalekhola) : শীতের ট্রিপটা আপনি যদি নিরিবিলি-শান্ত পাহাড়ি পরিবেশে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন সুনতালেখোলায়। পাহাড়, জঙ্গল, নদী সব কিছু রয়েছে এখানে। গরম গরম দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে শুনতে পারবেন নাম না জানা বহু পাখির ডাক।
আরও পড়ুনঃ দার্জিলিং ছাড়ুন! শীতে ঘুরে আসুন ওড়িশার এই অফবিট গ্রাম থেকে, চির স্মরণীয় ট্রিপ হবে গ্যারেন্টি
কোলাখাম-ঝান্ডি (Kolakham Jhandi) : কালিম্পংয়ের আরও দু’টি মনোরম অফবিট গ্রাম হল কোলাখাম এবং ঝান্ডি। এই দুই গ্রাম যেমন দেখতে সুন্দর, তেমনই এখানকার প্রাকৃতিক পরিবেশও দারুণ। সবুজ চা বাগানে ঘেরা এই গ্রামে গেলে যেন দূর হয়ে যায় সারা বছরের ক্লান্তি।
দার্জিলিং (Darjeeling) : অফবিট গ্রামে না গিয়ে শীতের ছুটিটা যদি চেনা পাহাড়ি ডেস্টিনেশনে কাটাতে চান তাহলে দার্জিলিংয়ের থেকে ভালো জায়গা খুব কমই রয়েছে। ঘুম থেকে উঠেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। বেরিয়ে পড়তে পারবেন সাইট সিয়িংয়ে।
আর হাতে যদি সময় থাকে তাহলে কাছেপিঠের নানান অফবিট গ্রামগুলি থেকেও ঘুরে আসতে পারবেন। কীভাবে যে ছুটির কয়েকটা দিন কেটে যাবে নিজেও বুঝতে পারবেন না আপনি।