ডিসেম্বর মাস এলেই মনটা কেমন ঘুরু ঘুরু করতে শুরু করে দেয়। কিছুতেই যেন কাজে মন বসতে চায় না। সেই জন্য বর্ষশেষের এই সময়টা অনেকে বাক্স-প্যাটরা গুছিয়ে ঘুরতে (Travel) বেরিয়ে পড়েন। শহুরে কোলাহল ছেড়ে পাড়ি দেন সবুজে ঘেরা উত্তরবঙ্গের (North Bengal) উদ্দেশে।
আপনিও যদি শীতের এই আমেজে পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। আজকের প্রতিবেদনে দু’টি মনোরম অফবিট গ্রামের (Offbeat Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা। অফবিট বলে পর্যটকরা এই গ্রামগুলির বিষয়ে এতদিন খুব একটা জানতেন না। তবে এখন আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে। এই দুই ছবির মতো সুন্দর গ্রামের নাম হল রামধুরা (Ramdhura) এবং ঝান্ডি (Jhandi)।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফুট উঁচুতে অবস্থিত একটি গ্রাম হল রামধুরা। শোনা যায়, শ্রীরামের নামানুসারে উত্তরবঙ্গের এই গ্রাম নাম রাখা হয়েছিল। আপনি যদি ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে এখানে গেলে আপনার বেশ ভালোলাগবে। কারণ এখান থেকে প্রচুর ট্রেকিং রুট রয়েছে। কুয়াশা মাখা সকালে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার যে মজা তা ভাষায় বয়ান করা বেশ কঠিন।
আরও পড়ুনঃ এক নিমেষে দূর সব ক্লান্তি! শীতে ঘুরে আসুন বাংলার এই ৫ জায়গা থেকে, চাঙ্গা হয়ে যাবে শরীর-মন
এই রামধুরা থেকে বেশ কাছেই অবস্থিত জলসা ভিউ পয়েন্ট। হাতে সময় থাকলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এনজেপি থেকে প্রা ৮৬ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। নিজের বাজেট অনুযায়ী একটি বেছে নিয়ে সেখানে থাকতে পারবেন আপনি।
রামধুরার সম্বন্ধে তো নাহয় জানা হয়ে গেল। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক ঝান্ডির কথা। ডুয়ার্সের কোলে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হল ঝান্ডি। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখতে চাইলে আপনি চলে যেতে পারেন এখানে।
আরও পড়ুনঃ বাই বাই দার্জিলিং! টাইগার হিল নয়, অফবিট এক গ্রামে গেলেই দেখতে পাবেন জীবনের সেরা সূর্যোদয়
উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামটি একেবারে সিনারির মতো সাজানো। শান্ত-নির্জন এই গ্রামে গেলে যেন দূর হয়ে যায় সারা বছরের জমে থাকা ক্লান্তি। রামধুরার মতো ঝান্ডিতেও থাকার মতো একাধিক হোমস্টে রয়েছে। পাহাড়ের কোলে প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন যে কীভাবে কেটে যাবে দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না।