• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পকেটে ৫০০০ থাকলেই হবে! ভারতের এই ৬ জায়গায় একবার ঘুরে এলে স্মৃতি থাকবে আজীবন

বেড়াতে যেতে কে না ভালোবাসে! হাতে কয়েকদিনের ছুটি থাকলেই ভ্রমণপিপাসু মানুষদের মনটা ঘুরতে (Travel) যাওয়ার জন্য উসখুস করতে থাকতে। কিন্তু অনেকসময় সেই পথে বাধা হয়ে দাঁড়ায় টাকা। সেই কারণে অগত্যা ‘দীপুদা’র পথেই হাঁটা লাগান অনেকে। কিন্তু আর নয়। আজকের প্রতিবেদনে ভারতের (India) মধ্যেই মাত্র ৫০০০ হাজার টাকার বাজেটে (Low budget) ঘুরে আসার মতো এমন ৬টি জায়গার হদিশ (6 Low Budget Places to Visit in India) দেওয়া হল যেখানে একবার গেলে প্রেমে পড়ে যাবেন। তাহলে চট করে দেখে নিন মন এবং পকেট খুশ করা সেই ৬ জায়গার নাম।

কসোল (Kasol) : আপনি যদি পাহাড়প্রেমী মানুষ হন তাহলে কসোল আপনার জন্য এক্কেবারে পারফেক্ট। হিমাচল প্রদেশের কোলে অবস্থিত এই জায়গা প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি। সেই জন্য অল্প বাজেটে ঘুরতে যেতে চাইলে আপনি কিন্তু কসোল যেতেই পারেন।

   

Kasol

বেনারস (Varanasi) : ভগবান শিবের শহর কাশী এবং একাধিক মন্দিরে ঘেরা বেনারসে কে না যেতে চায়! শোনা যায়, বেনারসে গেলে মানুষের অন্তরাত্মা শান্তি পায়। পাশাপাশি এখানে ঘুরতে যাওয়ার খরচও খুব বেশি নয়। তাই চাইলে আপনি কিন্তু এখান থেকেও ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ অল্প বাজেটেই বর্ষেশেষে গোয়া ভ্রমণ! রইল সি-বিচের কাছেই সস্তা-সুন্দর ৫ হোটেলের হদিশ

Varanasi

ঋষিকেশ (Rishikesh) : শহরের কোলাহল থেকে দূরে আপনি যদি কয়েকটা দিন একটু শান্ত পরিবেশে কাটাতে চান তাহলে ‘যোগ নগরী’তে চলে যেতে পারেন। উত্তরাখণ্ডের ঋষিকেশে যাওয়ার খরচ যেমন কম, তেমনই একবার গেলে প্রেমে পড়ে যাওয়াতাও কিন্তু এক্কেবারে গ্যারান্টেড।

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা দেখে ভাঙবে ঘুম! রইল এবার শীতে ঘোরার মত কালিম্পংয়ের এক অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

Rishikesh

পঞ্চমরি (Panchmarhi) : পঞ্চমরি হল মধ্যপ্রদেশের একটি হল স্টেশন। মাত্র ৫০০০ টাকার বাজেটে আপনি এখান থেকেও ঘুরে আসতেই পারেন। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কয়েকটা দিন কাটানোর জন্য পঞ্চমরিও কিন্তু বেশ ভালো অপশন।

Panchmarhi

তাওয়াং (Tawang) : অরুণাচল প্রদেশের তাওয়াং একটি অত্যন্ত সুন্দর মঠ রয়েছে। সবুজে ঘেরা এই জায়গায় একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। মাত্র ৫০০০ টাকায় আপনি ঘুরে আসতে পারেন তাওয়াংয়েও।

Tawang

আগ্রা (Agra) : এই শহরের নামটি শুনলেই প্রত্যেকের মাথায় সবার প্রথমে তাজ মহলের কথাই আসে। তবে তাজ মহল ছাড়াও আগ্রায় কিন্তু অনেককিছু দেখার মতো জিনিস রয়েছে। তাই কম বাজেটে ঘোরার প্ল্যান থাকলে আগ্রাও কিন্তু একটা দারুন ডেস্টিনেশন।

Agra

এখানে শুরুতেই যেমন তাজমহল দেখে নিতে পারেন তেমনি আগ্রা ফোর্ট, ঈদমত উল দেউলা থেকে শুরু করে একাধিক ঐতিহাসিক জায়গা রয়েছে দেখার মত। তাছাড়া ১০০০ টাকার মধ্যেই ভালো থাকার হোটেল ও পেয়ে যাবেন।

site