পুনর্জন্মের কনসেপ্ট নিয়ে হিন্দিতে প্রচুর সিরিয়াল হলেও, বাংলায় খুব একটা হয়নি। তবে এবার সম্ভবত সেই উদ্যোগ নিল স্টার জলসা (Star Jalsha)। বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কুটকচালি ছেড়ে ‘চিনি’ (Cheeni) এ এমনই রহস্য-রোমাঞ্চে ভরা গল্প দেখতে পাবেন দর্শকরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন এই মেগার প্রথম প্রোমো।
‘খেলনা বাড়ি’ শেষ হওয়ার আগেই আমরা বলেছিলাম, স্টার জলসার নতুন সিরিয়ালের (Bengali Serial) নায়িকা হিসেবে দেখা যাবে মিতুলের মেয়ে গুগলি তথা ইন্দ্রাণী ভট্টাচার্যকে (Indrani Bhattacharya)। ঠিক তেমনটাই হল। বৃহস্পতিবার স্টার জলসার তরফ থেকে শেয়ার করা হয় ‘চিনি’র প্রথম প্রোমো। আসন্ন এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে (Somraj Maity)।
‘চিনি’র প্রোমোর (Promo) শুরুতেই দেখা যায় ইন্দ্রাণীকে। গাড়ি করে আসতে আসতে সে বলে, আমার নাম চিনি। আমার বাবা এই রায়চৌধুরী বাড়ির ড্রাইভার হওয়া সত্ত্বেও আগে কখনও এই বাড়িতে আমায় নিয়ে আসেনি। এরপর গাড়ি থেকে নেমে মুগ্ধ নয়নে রায়চৌধুরী বাড়ি দেখতে দেখতে সে বলে, কিন্তু আমায় সেই আসতেই হলো, হয়তো নিয়তি।
আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা
অন্যদিকে দেখা যায়, ড্রাইভারের মেয়ে চিনি রায়চৌধুরী বাড়িতে আসছে জানতে পেরে ভীষণ রেগে গিয়েছে নায়কের ঠাকুমা। সে বলে, বারণ করা সত্ত্বেও ওই ড্রাইভারের মেয়েকে এই বাড়িতে আসার অনুমতি কে দিল? তখন বাড়ির বৌ বলে, আপনার নাতি দ্রোণ।
এরপর নায়কের ঠাকুমার পায়ে হাত দিয়ে চিনি প্রণাম করতেই তাঁর চোখের সামনে ভেসে ওঠে বেশ কিছু দৃশ্য। সে দেখতে পায়, এক রাতে রায়চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। এরপর আচমকাই সেই গাড়িতে আগুন জ্বলতে শুরু করে। ভেতরে বসে থাকা এক মহিলা ‘বাঁচাও আমায়’ বলে চিৎকার করতে থাকে।
আরও পড়ুনঃ পর্ণার অনুপস্থিতিতে নষ্টামী করে সৃজনকে বিয়ে করবে ঈশা! আবারও কাটবে তার? ফাঁস হাইভোল্টেজ ট্র্যাক
এই দৃশ্য দেখামাত্রই ‘গাড়িতে আগুন, ও তো পুড়ে যাচ্ছে’ বলে ছুটতে থাকে চিনি। ঠিক তখনই তাকে আটকায় নায়ক দ্রোণ। সে বলে, গাড়িটা যদি আগুনে পুড়ে গিয়ে থাকে, তাহলে তুমি এই গাড়ি করে এলে কী করে? তখন চিনি সংশয়ে পড়ে যায়। সে বলে, গাড়িতে তো কোনও আগুন নেই, তাহলে কি আমি ভুল দেখলাম?
‘চিনি’র প্রথম প্রোমো দেখেই পরিষ্কার রায়চৌধুরী বাড়ির সঙ্গে চিনির কোনও একটা যোগ আছে। প্রেম, প্রতিজ্ঞা, রহস্যে ভরপুর এই সিরিয়ালের প্রথম প্রোমো দেখে বেশ ভালোলেগেছে দর্শকদের। এবার দেখা যাক, কবে থেকে শুরু হয়ে ইন্দ্রাণী-সোমরাজের ধারাবাহিকের সম্প্রচার।