জি বাংলার (Zee Bangla) পর্দায় ফের একবার শুরু হতে চলেছে ‘মিঠাই’র (Mithai) সফর। চলতি বছর জুন মাসেই পথচলা শেষ হয়েছিল ‘সিধাই’ জুটির। বছর ঘুরতে না ঘুরতেই ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন তারা। ইতিমধ্যেই সুখবর শুনিয়ে দিয়েছে জি বাংলা কর্তৃপক্ষ। এবার এই নিয়ে মুখ খুললেন ছোটপর্দার মিঠাইরানী তথা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) নিজে।
দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করে ‘মিঠাই’ শুরুর সুখবর দেয় জি বাংলা। ধাবাহিকটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সাধারণত সিরিয়াল শেষ হওয়ার বেশ অনেকটা সময় পর পুনঃসম্প্রচার (Re-Telecast) করা হয়। কিন্তু ‘মিঠাই’ ব্যতিক্রম। ধারাবাহিক (Bengali Serial) শেষ হওয়ার মাস চারেকের মাথায় ফের টিভির পর্দায় ফিরতে চলেছে হল্লা পার্টির সদস্যরা।
শোনা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে ‘মিঠাই’র পুনঃসম্প্রচার। দুপুর ১২:৩০ থেকে ১:৩০ পর্যন্ত সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। অর্থাৎ টানা ১ ঘণ্টা ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শকরা। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ‘মিঠাই’র জনপ্রিয়তার দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় সৌমিতৃষার সঙ্গে। টিভির পর্দায় ফের ‘মিঠাই’ শুরু হচ্ছে শোনার পর অভিনেত্রী প্রথমেই জিজ্ঞেস করেন, ‘কী আসছে মিঠাই ২’? এরপর তাঁকে পুনঃসম্প্রচারের বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি! এই তো সবে শেষ হল। তবে খবরটা শুনে আনন্দ হল যে মানুষের ভালোবাসায় আবারো ধারাবাহিকটি ফিরছে। এতে যারা আগে দেখেননি তাঁরাও দেখতে পাবেন’।
আরও পড়ুনঃ আগেও কাঁপিয়েছেন ছোটপর্দা, রইল ষ্টার জলসার ‘গীতা LLB’ অভিনেত্রীর আসল পরিচয়
এরপর সৌমিতৃষার কথার সূত্র ধরেই জিজ্ঞেস করা হয়, যদি সত্যিই তাঁর কাছে ‘মিঠাই ২’র প্রস্তাব আসে তাহলে কি তিনি রাজি হবে? জবাবে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে মিঠাই ২ এলে আমি করতে পারবো না। কারণ এখন আপাতত টেলিভিশনে কাজ করছি না। পরে হলে ভেবে দেখা যাবে’।
View this post on Instagram
মিঠাইরানীর সংযোজন, ‘সিরিয়ালে পার্ট ২ হলে সাধারণত এক অভিনেতা-অভিনেত্রীরা থাকেন না, মুখ বদলে যায়। সাধারণত এটাই হয়। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজের বিষয়টা আলাদা। তাই মিঠাই ২ আসলে যে করবে তাঁকে আমি শুভেচ্ছা জানাবো। তবে এক কাস্ট নিয়ে যদি সত্যিই ফের কাজ হয়, তাহলেও কিন্তু বিষয়টা মন্দ হবে না’।