• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দীপঙ্কর দে! এখন কেমন আছেন? জানালেন স্ত্রী দোলন রায়

Updated on:

Dipankar Dey Admited to hospital Dolon Roy shares health update

টলিপাড়া (Tollywood) থেকে আবারও মিলছে খারাপ খবর, একেরপর এক তারকা অসুস্থ হয়ে পড়ছেন। কিছুদিন আগেই শোনা যায় রুবেল দাস অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর জানা যায় সায়ন্তনী গুহ ঠাকুরতা, এরপর শ্রাবণী ভূঁইয়াও অসুস্থ। আজ আরও এক জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে (Dipankar De) এর অসুস্থতার খবর মিলল। ইতিমধ্যেই নাকি হাসপাতালেও ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে।

একসময় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখেন দীপঙ্কর দে। প্রথম ছবি ছিল ‘জন অরণ্য’। এরপর একাধিক ছবি দাগ কেটেছে দর্শকদের মনে। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন, মৃণাল সেন, তপন সিনহা, অপর্ণা সেন থেকে সন্দীপ রায়, ঋতুপর্ণ ঘোষ, সুখেন দাশ, সৃজিত মুখোপাধ্যায়ের সাথে।

Dipankar De,Dolon Roy,Dipankar Dey health,Tollywood,টলিউড,দীপঙ্কর দে,দোলন রায়,টলিউড অভিনেতা

অবশ্য শুধুই বড়পর্দা নয়, ছোটপর্দাতেও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে দীপঙ্কর দে’কে। ‘গানের ওপারে’, ‘এক আকাশের নীচে’ থেকে ‘সর্বজয়া’ এর মত সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। কিন্তু বর্তমানে সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। তাছাড়া কিছুদিন আগেই কন্যাহারা হয়েছেন তিনি। এরই মধ্যেই হটাৎ শারীরিক অবনতি। তারপরেই বাইপাসের কাছে একটি বেসরকারী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন অভিনেতা।

আরও পড়ুনঃ কূটকচালি ভিড়ে বেমানান সাহিত্য? TRP না পেয়ে ৮ মাসেই শেষ মানিক-কমলার গল্প, কি বললেন তারকারা?

যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার রাতেই হটাৎ ভিসোনরকম ঘামতে শুরু করেন অভিনেতা। মনে করা হচ্ছে সুগার ফল হওয়ার কারণেই এমন ঘটনা। তারপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে বর্তমানে চিন্তার কারণ নেই, কারণ সকালে অনেকটাই সুস্থ আছেন দীপঙ্কর দে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্ত্রী দোলন রায়।

আরও পড়ুনঃ সত্যিই দশমীতে শিমুলকে বিষ দিল পরাগ! তবে কি সব শেষ? টিভির আগে ফাঁস তোলপাড় করা পর্ব

Dipankar De Dolon Roy healthy relationship secret revealed

দোলন রায় জানান, ‘হটাৎই অসুস্থ হয়ে ঘামতে শুরু করে। এমন অবস্থায় বাড়িতে রাখাটা ঠিক মনে করিনি, তাই হাসপাতালে ভর্তি করি। হাপিস্তলে সমস্ত পরীক্ষা করা হয়েছে, চিকিৎসকেরাও নজর রাখছেন, এখন মোটামুটি সব ঠিক আছে’।

প্রসঙ্গত, দীপঙ্কর দে ও দোলন রায় দীর্ঘদিন ধরে লিভ ইন রিলেশনে ছিলেন। এরপর ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। সামান্য আয়োজন আর স্বল্পসংখ্যক বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় শুভকাজ। সে সময় টলিপাড়ায় চর্চা কম হয়নি, তবে বিতর্ককে দূরে সরিয়ে সর্বদাই একেঅপরের পাশে থেকেছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥