এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করছে একটি মাত্র সিরিয়াল, সেটি হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্টার জলসার এই ধারাবাহিকে (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। দর্শকমহলে তাঁদের পরিচিতি অবশ্য সূর্য-দীপা নামেই বেশি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করে প্রত্যেকে।
বর্তমানে যেখানে শুরু হওয়ার কয়েকমাসের মধ্যে শেষ হয়ে যায় বহু সিরিয়াল (Serial), সেখানে মাসের পর মাস ধরে বেঙ্গল টপার হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালে অভিনয় করে দিব্যজ্যোতি আদায় করে নিয়েছেন ‘বং ক্রাশ’ তকমা। মহিলামহলে এই সুদর্শন অভিনেতার জনপ্রিয়তা দেখার মতো। আজকের প্রতিবেদনে সূর্য (Surjya) অভিনেতা দিব্যজ্যোতির কর্মজীবন এবং ব্যক্তিগত সম্বন্ধিত একাধিক অজানা তথ্য (Unknown Facts) তুলে ধরা হল।
দিব্যজ্যোতি দত্ত-এর উইকি এবং বায়ো (Dibyojyoti Dutta Wiki & Bio)
নাম
দিব্যজ্যোতি দত্ত
ডাকনাম
হ্যারি, দ্য বয় অফ বেঙ্গল
জন্মতারিখ
২ সেপ্টেম্বর ১৯৯৯
বয়স (২০২৩ সালে)
২৪
পেশা
অভিনেতা, মডেল, ইনফ্লুয়েন্সার
ধর্ম
হিন্দু
বাসস্থান
কলকাতা, পশ্চিমবঙ্গ
দিব্যজ্যোতি দত্ত-এর শারীরিক গঠন (Dibyojyoti Dutta Physical Stats)
দিব্যজ্যোতি দত্ত-এর বিষয়ে কিছু অজানা জিনিস (Unknown Facts About Dibyojyoti Dutta)
১. দিব্যজ্যোতি মাত্র ১৮ বছর বয়সে জি বাংলার ‘জয়ী’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন কেরিয়ার শুরু করেছিলেন। ২. দিব্যজ্যোতি শরীরচর্চা করতে ভীষণ ভালোবাসেন। ৩. ২০১৯ সালের ‘সেরা স্বামী’ বিভাগে ‘সোনার সংসার’ পুরস্কার জিতেছিলেন দিব্যজ্যোতি। ৪. ২০১৯ সালে জি বাংলার মহালয়া ’১২ মাসে ১২ রূপে দেবীবরণ’এ শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। ৫. দিব্যজ্যোতি এসভিএফের ব্যানারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ‘দেখেছি রূপসাগরে’ মিউজিক ভিডিওয় কাজ করেছেন। ৬. ২০২২ সালে স্টার জলসার মহালয়া ‘ইয়া চণ্ডী’তে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি।