• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর দার্জিলিং নয়, রইল কমখরচে ঘোরার জন্য ছবির মত সুন্দর এই অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

দুর্গাপুজো কেটে গেলেও এখনও অনেকে উৎসবের মেজাজেই রয়েছেন। বহু মানুষের মন এখন ঘুরু ঘুরু (Travel) করছে। তবে বাধ সাধছে বাজেট। তাই পকেটে চাপ না দিয়ে কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার জায়গার খোঁজ করছে বহু মানুষ। আজকের প্রতিবেদনে তাই এমনই একটি স্থানের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা।

আজকের প্রতিবেদনে আমরা যে জায়গার খোঁজ তুলে ধরেছি তার নাম হল রানা গাঁও (Rana Gaon)। এটি দার্জিলিংয়ের (Darjeeling) কাছে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। জৌলুসের দিক থেকে বলা হলে, এই জায়গা রীতিমতো টেক্কা দেয় ‘পাহাড়ের রানী’কে। একই জায়গায় জঙ্গল, নদী এবং পাহাড়ের মেলবন্ধন দেখতে চাইলে আপনি চলে যেতেই পারেন রানা গাঁওয়ে।

   

Rana Gaon, Offbeat travel location in North Bengal

উত্তরবঙ্গ (North Bengal) মানেই অনেকের কাছে স্রেফ দার্জিলিং। তবে অনেকেই জানেন না, এখানে এমন অনেক ছোট ছোট গ্রাম (Village) রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে দার্জিলিংকেও টেক্কা দেয়। এমনই একটি গ্রাম হল রানা গাঁও। নামচি থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত এই গ্রামে আপনি গেলে পাহাড়, জঙ্গল এবং ঝর্ণার স্বাদ একসঙ্গে পাবেন। শহুরে কোলাহল থেকে দূরে এই স্থানে গেলে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যাবে তা ধরতে পারবেন না আপনিও।

আরও পড়ুনঃ মাত্র ১৩০০ টাকায় উত্তরবঙ্গে ট্রি হাউসে থাকা-খাওয়া ক্যাম্পিং, রইল এক অজানা অফবিট লোকেশনের হদিশ

Rana Gaon, Offbeat travel destination in North Bengal

আরও পড়ুনঃ একনিমেষে গায়েব সব ক্লান্তি! একবার এই অফবিট পাহাড়ি লোকেশনে গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন

কীভাবে যাবেন রানা গাও?

দার্জিলিং থেকে ভীষণ কাছে অবস্থিত সিনারির মতো সাজানো এই গ্রাম। দার্জিলিং থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান। লামাহাট্টার একেবারে গায়ে অবস্থিত রানা গাঁও। এখানে যাওয়ার জন্য খুব সহজেই আপনি গাড়ি পেয়ে যাবেন।

Rana Gaon, Offbeat travel destination in North Bengal

কোথায় থাকবেন?

পাশাপাশি এখানে থাকার জন্যেও প্রচুর হোমস্টে রয়েছে। রানা গাঁওয়ে থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু ১৮০০-২০০০ টাকা মতো খরচ পড়বে। অর্থাৎ কম খরচে অফবিট পাহাড়ি লোকেশনে ঘুরতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে রানা গাঁও। তাহলে আর দেরি কীসের! হালকা হালকা এই শীতে ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছের এই অফবিট গ্রাম থেকে।

site