‘রান্নাঘর’ (Rannaghor) সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জি বাংলার (Zee Bangla) এই রিয়্যালিটি শো শেষ হয়েছে বেশ কয়েকমাস হয়ে গেলেও এখনও তাঁকে ‘রান্নাঘরের রানী’ হিসেবেই মনে রেখে দিয়েছেন দর্শকরা। এবার পুজোর আবহে সেই সুদীপার জীবনেই নেমে এল শোকের ছায়া। উৎসবের মরসুমেই পরিবারের এক সদস্যকে হারালেন তিনি।
অষ্টমীর রাতে সারা বাংলার মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখনই নিজের প্রিয়জনকে হারান সুদীপা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আচমকা প্রিয়জনের এই চলে যাওয়া অনেকটা নাড়িয়ে দিয়েছে ‘রান্নাঘর’ সঞ্চালিকাকে। এখনও যেন পরিস্থিতিটা মেনে নিতে কিছুটা কষ্ট হচ্ছে তাঁর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnideb Chatterjee)। আনন্দের আবহেই হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। বাইপাস সার্জারি হওয়ার কথা চলছিল। এই নিয়ে বেশ অনেকটা সময় ধরেই চিন্তায় ছিলেন সুদীপা। এসবের মাঝেই ঘটে গেল অঘটন।
আরও পড়ুনঃ ‘তোমায় ছাড়া জীবন কল্পনাও করি না’, স্পেশাল মানুষের সাথে শ্রাবন্তীর ছবি আসতেই তোলপাড় নেটপাড়া
সুদীপাকে যারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফলো করেন তাঁরা জানেন, ‘রান্নাঘর’ সঞ্চালিকার জীবনের অনেকখানি জুড়ে রয়েছে তাঁর পোষ্যরা (Pet Dog)। ভানু, বাঁটুল (Bantul), গোলু- এদের ভীষণ ভালোবাসেন সুদীপা। চলতি বছরই পুত্র-সম ভানুকে হারিয়েছেন তিনি। এবার না ফেরার দেশে চলে গেল বাঁটুলও।
ভানুর পর বাঁটুলকে হারিয়ে বেশ কষ্ট পেয়েছেন সুদীপা। ‘রান্নাঘরের রানী’র এই পোষ্যের বয়স হয়েছিল ৭ বছর। অষ্টমীর দিন আচমকাই শরীর খারাপ হয়। এরপর সব শেষে! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের এই দুঃসংবাদ দেন সুদীপা নিজে।
View this post on Instagram
বাঁটুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘আমরা তোমায় ভুলবো না। হয়তো স্বর্গের কাছাকাছি রামধনুর রাস্তায় আমাদের ফের দেখা হবে। মা-বাবা তোমায় খুব ভালোবাসে। ফিরে এসো আবার। তোমার কথা খুব মনে পড়ে বাঁটুল’। সুদীপার এই পোস্ট দেখে দুঃখপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও।