বাঙালি মানেই যেমন খাদ্যরসিক তেমনি ভ্রমণ প্রেমীও (Travel Lover) বটে। তাই সারা বছরই কম বেশি ঘুরতে (Travel) যাওয়া লেগেই থাকে সকলের। তবে বেশিরভাগ সময় বিভিন্ন কাজের কারণে খুব বেশি দূরে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না অনেকেরই। তবে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ (North Bengal & South Bengal Tour) ঘুরতে যাবার বাসনা সকলের মনে থাকে। আজ আপনাদের জন্য রইল এক দুর্দান্ত অফবিট লোকেশনের (Offbeat Travel Destination) হদিশ।
প্রকৃতিপ্রেমী তো অনেকেই হয়ে থাকেন কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কারোর পছন্দ তো কারোর আবার পাহাড়। তবে সবকিছুর মাঝেই যদি সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়া হয় তাহলে মজাটা বেশ হয়ে যায়। এদিকে এমন কিছু মানুষও রয়েছেন যাদের প্রকৃতি বলতে বোঝায় ঘন জঙ্গল। হ্যাঁ, ঠিক ধরেছেন জঙ্গলপ্রেমীদের জন্যই।
গরম থেকে বাঁচতে কিংবা হালকা শীত পড়তেই উত্তরবঙ্গে রওনা হন অনেকেই। আর উত্তরবঙ্গ বলতেই আমাদের মাথায় সবার আগে চলে আসে দার্জিলিং সিকিম থেকে শুরু করি কার্শিয়াং এর মতো নামগুলো। কিন্তু চেনা জায়গা গুলি থেকেই বেশ কিছু অচেনা আর সুন্দর অফবিট জায়গায় চলে যাওয়া যেতে পারে খুব সহজেই। আজ তারই মধ্যে অন্যতম সিপাইধুরা চা-বাগানের ইকোপালস ক্যাম্প (Sepoy Dhura Tea Garden Eco Pulse Camp) সম্পর্কে আপনাদের জানাবো।
জঙ্গল বলতে ঠিক যেমনটা বোঝায় তেমন, চারিদিকে পাহাড়, সাথে ঘন সারি সারি গাছ। জঙ্গলপ্রেমীদের জন্য এক কথায় সেরা ডেসিনেশন বলা যায়। পাহাড়ি জঙ্গলের মাঝেই ধাপ কেটে কেটে বানানো কিছু ট্রিহাউস (Tree House)। যার ভেতরে রয়েছে ছোট ছোট ক্যাম্প। সেখানেই একেবারে বন্য পরিবেশে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পারেন আপনিও। অবশ্যই এখানেই শেষ নয়, থাকছে নেপালি খাবার থেকে শুরু করে বন ফায়ার বা বারবিকিউ এর মত সুবিধাও।
আরও পড়ুনঃ হালকা শীতে পারফেক্ট ডেস্টিনেশন! রইল নামমাত্র খরচে ঘুরে আসার মত মনোরম সমুদ্রসৈকতের হদিশ
এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এমন সুন্দর এই অফ্ভিট লোকেশন ঠিক কোথায়? এর উত্তর হল শিলিগুড়ি থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরে। কিংবা কার্শিয়াং থেকে ১৫ কিলোমিটার। তবে যেহেতু আগেই বলেছি একেবারে অদ্ভুত আর জঙ্গলের লোকেশন তাই গাড়ি পথে নয় ট্রেকিং করে পৌঁছাতে হবে ডেস্টিনেশনে।
এবার প্রশ্ন খরচ কত? এর উত্তর হলেও ১৩০০ থেকে ১৫০০ টাকা প্রতিজন প্রতিদিন হিসাবে আপনি এখানে বুকিং করতে পারেন। এই বুকিং এর মধ্যে আপনার থাকা থেকে শুরু করে খাবারের অনেকটা অংশই থাকবে। আধুনিকতা থেকে কিছুটা বিরোধী নিয়ে সবুজের মাঝে যদি একটা দিন ছুটি কাটাতে চান তাহলে একবার অবশ্যই সিপাইধুরা চা-বাগানের ইকোপালস ক্যাম্প ঘুরে আসবেন।