• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঙ্গলে ঘেরা অথচ রয়েছে সব সুযোগ সুবিধা, রইল হালকা শীতে ঘোরার জন্য সেরা অফবিট ডেস্টিনেশনের হদিশ

Published on:

Travel,Travel news,Travel destination,Jharkhali,Offbeat destination,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,ঝড়খালি,অফবিট ডেস্টিনেশন,Bangla khobor,বাংলা খবর

ঘুরতে যেতে কমবেশি আমরা প্রত্যেকেই ভালোবাসি। সপ্তাহান্ত (Weekend) এলেই মনটা ঘুরু ঘুরু (Travel) করতে শুরু করে দেয়। আর যদি সেই ঘোরা নামমাত্র খরচে হয়ে যায় তাহলে তো সনায় সোহাগা। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি জায়গার হদিশ নিয়ে এসেছি আমরা। যেখানে দু-একদিনের ছুটি কাটিয়ে খুব তাড়াতাড়ি আবার কর্মজীবনে ফিরে আসতে পারবেন।

আজকের প্রতিবেদনে যে অফবিট লোকেশনের (Offbeat Destination) খোঁজ আমরা নিয়ে এসেছি তার নাম হল ঝড়খালি (Jharkhali)। শহুরে কোলাহল থেকে দূরে কয়েকটা দিন আপনি যদি সবুজে ঘেরা জঙ্গলের মাঝে কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন দক্ষিণ ২৪ পরগণার এই স্থানে। সুন্দরী, গেঁওয়া, গরান গাছের পাশাপাশি এখানে রয়েছে নানান ধরণের ম্যানগ্রোভ। পাশাপাশি ইচ্ছা হলে একটি লঞ্চ করে ঘুরে ফেলতে পারবেন সম্পূর্ণ সুন্দরবন।

Jharkhali in Sundarban travel destination

কী দেখবেন ঝড়খালিতে?- এখানকার মূল আকর্ষণ হল বাঘ সংরক্ষণ কেন্দ্র। সুন্দরবনে যদি কোনও বাঘ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সুস্থ হয়ে গেলে সেটিকে আবার ঝড়খালিতে ছেড়ে আসা হয়। তবে শুধু বাঘই নয়, এখানে গেলে আপনি কুমির এবং চিতল হরিণও দেখতে পাবেন।

আরও পড়ুনঃ হালকা শীতে পারফেক্ট ডেস্টিনেশন! রইল নামমাত্র খরচে ঘুরে আসার মত মনোরম সমুদ্রসৈকতের হদিশ

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝড়খালিতে একবার গেলে যে কোনও মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনারও যদি প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর ইচ্ছা থাকে তাহলে এখানে চলে যেতেই পারেন। তবে মনে রাখবেন, সব জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে পর্যটকদের ঢোকার অনুমতি নেই। তবে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন হয়ে যাবে।

আরও পড়ুনঃ হাতের নাগালেই ‘মিনি ডুয়ার্স’! হালকা শীতে ঘুরে আসুন কলকাতার কাছের এই মনোরম জায়গা থেকে

Jharkhali in Sundarban travel destination

কীভাবে যাবেন?

কলকাতা থেকে রেলপথ এবং সড়কপথ দু’ভাবেই ঝড়খালি যাওয়া যায়। সড়কপথে গেলে ঘণ্টা তিনেক মতো সময় লাগবে। অপরদিকে যদি ট্রেনে করে যান তাহলে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরতে হবে। এরপর স্টেশনে নেমে ছোট গাড়ি অথবা বাসে করে গন্তব্যে পৌঁছে যেতে হবে।

Jharkhali in Sundarban travel destination

কোথায় থাকবেন?

ঝড়খালিতে থাকার কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এখানে রাজ্য পর্যটন বিভাগের রিসর্ট রয়েছে। থাকা খাওয়া সহ সব ধরণের সুবিধা পাবেন আপনি। তবে ঘোরার মরসুমে গেলে আগে থেকে বুকিং করে যাওয়া বাঞ্ছনীয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥