• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আবহে ছক্কা হাঁকালো পর্ণা, কোথায় ছিটকে গেল জগদ্ধাত্রী-দীপা? রইল ওলটপালট TRP তালিকা

প্রত্যেক সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শক আজকের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এক সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াই শেষে আজ প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) লিস্ট। স্টার জলসা হোক বা জি বাংলা- সব চ্যানেলের সিরিয়ালেরই ভবিষ্যৎ নির্ভর করে এই টিআরপি (TRP) তালিকার ওপর।

রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকে একটি সিরিয়াল। আর আশানুরূপ ফল না করতে পারলেই সেই ধারাবাহিক চলে যায় বাতিলের খাতায়। তবে টিআরপির দিক থেকে বললে ভালো জায়গাতেই আছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। পুজোর আবহেও ৮.৩ পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার হয়েছে সূর্য-দীপার সিরিয়াল।

   

Target Rating Point List of Bengali Serial 14th September Anurager Chhowa first

কম যাচ্ছে না ‘নিম ফুলের মধু’ও (Neem Phooler Madhu)। শারদীয়ার মরসুমে রীতিমতো ছক্কা হাঁকিয়েছে পর্ণা-সৃজনরা। ৭.১ পয়েন্ট সহযোগে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার (Zee Bangla) এই মেগা। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) (৭.০) এবং ‘ফুলকি’ (Phulki) (৬.৯)। চলুন এক ঝলকে এবার দেখে নেওয়া যাক নম্বর সমেত সেরা দশের তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ মেগার টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial)

অনুরাগের ছোঁয়া- ৮.৩ (প্রথম)

নিম ফুলের মধু- ৭.১ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৭.০ (তৃতীয়)

ফুলকি- ৬.৯

কার কাছে কই মনের কথা, হরগৌরী পাইস হোটেল- ৬.৭

আরও পড়ুন- ডোডো অতীত, এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন ‘মেয়েবেলা’র মৌ অভিনেত্রী স্বীকৃতি!

রাঙা বউ, সন্ধ্যাতারা- ৬.০

লাভ বিয়ে আজকাল- ৫.৮

জল থই থই ভালোবাসা- ৫.৭

তুঁতে- ৫.৫

ইচ্ছে পুতুল- ৫.৪

সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় একাধিক ধারাবাহিক চমক দেখিয়েছে। ‘নিম ফুলের মধু’ ছাড়াও ‘ইচ্ছে পুতুল’ স্লট লিডার হয়েছে। রাত ৯:৩০টার স্লট থেকে সন্ধ্যা ৬টায় গিয়েই বাজিমাত করেছে মেঘ-ময়ূরীরা। অপরদিকে রিয়্যালিটি শোয়ের নিরিখে বলা হলে এই সপ্তাহেও ছক্কা হাঁকিয়েছে সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’। মহারাজের শোয়ের প্রাপ্ত পয়েন্ট ৫.২।

site