• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডোডো অতীত, এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন ‘মেয়েবেলা’র মৌ অভিনেত্রী স্বীকৃতি!

Published on:

Meyebela fame Swikriti Majumder is coming back with new Bengali serial

গত কয়েক মাসে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার পর্দায় একাধিক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হয়েছে। যে কারণে কপাল পুড়েছে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলির। অনেক সময় তো টিআরপির (TRP) অভাবে শুরু হওয়ার দু-তিন মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বহু মেগা। এমনই একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela)।

মেয়েদের মধ্যেকার অম্লমধুর সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder), অর্পণ ঘোষাল অভিনীত এই সিরিয়াল। খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল মৌ-ডোডোরা। টিআরপি তালিকাতেও প্রথম দশের মধ্যে নাম থাকতো ‘মেয়েবেলা’র। কিন্তু তা সত্ত্বেও আচমকা শেষ করে দেওয়া হয় এই সিরিয়াল।

Meyebela Mou Dodo

শুরু হওয়ার মাত্র পাঁচ মাসের মাথাতেই ইতি পড়ে ‘মেয়েবেলা’র পথচলায়। এরপর থেকে স্বীকৃতি-অর্পণের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। অবশেষে চলে এল সেই সুখবর। ‘মেয়েবেলা’র পর ফের নতুন সিরিয়াল (New Serial) নিয়ে ছোটপর্দায় ফিরছেন মৌ (Mou) অভিনেত্রী স্বীকৃতি।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বীকৃতির নতুন সিরিয়ালের লুক সেট হয়ে গিয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসেই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এসে যাবে। ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস থেকে শুরু হবে সম্প্রচার।

Bengali serial Meyebela Mou actress Swikriti Majumder educational qualification

শুধু এটুকুই নয়, স্বীকৃতির নতুন ধারাবাহিক কোন চ্যানেলে সম্প্রচারিত হবে এবং তাঁর বিপরীতে কোন নায়ককে দেখা যাবে সেই খবরও সামনে এসে গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘খেলাঘর’ (Khelaghor), ‘মেয়েবেলা’র মতো স্বীকৃতির এই ধারাবাহিকও স্টার জলসাতেই সম্প্রচারিত হবে। প্রযোজনা করবে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউস।

Swikriti Majumder and Vikram Chatterjee might work together in a Bengali serial

অপরদিকে ‘মেয়েবেলা’র মৌ থুড়ি স্বীকৃতির নায়ক হিসেবে টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatterjee) দেখা যাবে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা চললেও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। আপাতত সেটার অপেক্ষাতেই রয়েছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥