বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা প্রথম একাধিক সুপারহিট কাজ করলেও আজ তাঁদের সাধারণ মানুষ ভুলতে বসেছে। এমনই একজন তারকা হলেন আলতাফ রাজা (Altaf Raja)। ‘তুম তো ঠেহরে পরদেশি’ (Tum To Thehre Pardesi) গেয়ে একসময় সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টিকারী এই গায়ককেই দীর্ঘদিন হয়ে গেল বলিউডে দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন তিনি? এখন কী করেন? আজ সেসব তথ্যই তুলে ধরা হল।
১৯৯০ সালে প্রকাশিত হয়েছিল আলতাফ রাজার ‘তুম তো ঠেহরে পরদেশি’ গানটি। রাতারাতি বিক্রি হয়ে গিয়েছিল এই গানের প্রায় ৭ মিলিয়ন ক্যাসেট। সেই সঙ্গেই তারকা হয়ে যান তিনি। মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে তাঁর নাম। অথচ আজ সেই আলতাফ রাজারই দেখা নেই সঙ্গীত জগতে।
১৯৬৭ সালে নাগপুরে জন্ম আলতাফের। গায়কের বাবা-মা চাইতেন কোনও ভালো জায়গায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক ছেলে। সেই জন্যই ছেলেকে নিয়ে মুম্বই চলে আসেন তাঁরা। আলতাফকে ভর্তি করেন মায়ানগরীর একটি বিখ্যাত স্কুলে। তবে তাঁর মন ছিল না পড়াশোনায়। বরং ছোট্ট আলতাফকে আকৃষ্ট করতো সঙ্গীত।
আরও পড়ুনঃ একাই পেয়েছেন ৫টি জাতীয় পুরস্কার! শ্রেয়া-অরিজিৎ-র একটা গানের দক্ষিণা কত জানেন?
ছেলের মতি-গতি দেখে আলতাফের মা-বাবা তাকে দর্জির কাজ শেখায় ভর্তি করে দেন। তবে তাঁর রক্তে ছিল গান। অনেকেই জানেন না, আলতাফের মা-বাবা দু’জনেই কাওয়ালি গাইতেন। কেরিয়ারের শুরুতে মায়ের সঙ্গে কাওয়ালি পরিবেশন শুরু করেন আলতাফ। সেই সঙ্গেই বেশ কয়েকটি সঙ্গীত প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের সিনেমা! আজও বাঙালিকে মুগ্ধ করেন ভিক্টর ব্যানার্জি
তবে আলতাফের ভাগ্য ঘুরে যায় ‘তুম তো ঠেহরে পরদেশি’ রিলিজের পর। এই গান গেয়ে রাতারাতি তারকা হয়ে যান তিনি। তবে এখন প্রায় দু’বছর হয়ে গেল সঙ্গীত দুনিয়ায় দেখা নেই এই সঙ্গীতশিল্পীর। তাঁর নতুন কোনও গানও রিলিজ করেনি। তাঁর শেষ প্লেব্যাক শোনা গিয়েছিল, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির ‘ঘনচক্কর’ ছবিতে।
শোনা যায়, শুরু থেকেই গজল গাওয়ার প্রতি ঝোঁক ছিল আলতাফের। তবে মায়ের কথায় সিনেমায় গাওয়ায় মনোনিবেশ করেন তিনি। কিন্তু ‘তুম তো ঠেহরে পরদেশি’র মতো সাফল্য পরবর্তীকালে পাননি তিনি। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, এখন মুম্বইয়ের মহম্মদ আলি রোডের একটি ফ্ল্যাটে থাকেন। বিভিন্ন শোয়ে গান করেই জীবিকা নির্বাহ করেন ‘তুম তো ঠেহরে পরদেশি’ গায়ক।