পুজো এসে গিয়েছে (Durga Pujo)। হাতে আর সময় নেই বেশীদিন। তাই অফিসের কাজের চাপ থেকে পুজোর শপিং সব মিলিয়ে ব্যস্ততা একেবারে তুঙ্গে। এসবের সারাদিন ধরে বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। আর এই ওয়েদারে বৃষ্টির সাথেই যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে চুল পড়ার সমস্যা (Hair Loss)। তাই মাথায় দিলেই উঠে আসছে মুঠো মুঠো চুল। অনেকে আবার চুল ওঠার ভয়ে সারাদিনে মাথায় চিরুনি পর্যন্ত ঠেকায় না।
তবে অনেকেই হয়তো জানেন না চুলের যাবতীয় সমস্যায় ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে অ্যালোভেরা (Aloe Vera)।তবে সবাই অ্যালো ভেরার সঠিক ব্যবহার জানেন না। অনেকে মনে করেন গাছের পাতা কেটে সরাসরি মাথায় লাগালেই চুল পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু তাতে সমস্যা কমার বদলে বাড়ে। তাই অ্যালো ভেরা মাথায় মাখার আগে এর সঠিক ব্যবহার জেনে নেওয়া প্রয়োজন।
পাতা থেকে অ্যালো ভেরার শাঁস সংগ্রহ করার পদ্ধতি
১) প্রথমে বেশ মোটা দেখে একটা পাতা কেটে নিন।
২) এরপর একটি গ্লাসে জল নিয়ে পাতাটি বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন।
৩) তারপর ছুরি দিয়ে পাতার মাঝ বরাবর কেটে নিন।
৪) এবার চামচ দিয়ে পাতা থেকে শাঁস বার করে নিন।
৫) শেষে মিক্সারে সমস্ত শাঁস নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
আরও পড়ুন: কোটিপতি হয়েও সোনার গয়না পরেন না আম্বানিরা! সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও
কীভাবে মাখবেন অ্যালো ভেরা জেল?
১) অ্যালো ভেরা মাখার আগে মাথার ত্বক পরিষ্কার রাখতে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে।
২) চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে।
আরও পড়ুন: তুমি খুব ভালো মেয়ে বৌমা! ছেলেদের বিরুদ্ধে গিয়েই কি শিমুলকে আপন করে নেবে মধুবালা?
৩) হালকা ভিজে অবস্থাতেই মাথার ত্বকসহ সমস্ত চুলে মেখে নিন অ্যালো ভেরা জেল।
৪) মাথার ত্বকে ভালো রক্ত সঞ্চালন হওয়ার জন্য অ্যালো ভেরা জেল মাখার পর ৫ থেকে ১০ মিনিট মাসাজ করুন।
৫) অ্যালো ভেরা জেল মেখে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা মেখে রেখে দিন।
৬) এরপর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল খুব ভালো করে ধুয়ে নিন।