সোশ্যাল মিডিয়ার এই যুগে রোজই নানান রকম ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। এগুলি এক প্রকার দৃষ্টিবিভ্রম তৈরি করে। যে কারণে অনেক সময় চোখের সামনে থাকা জিনিসও মানুষ দেখতে পায় না। তবে এমনও অনেকে আছেন যারা এই চ্যালেঞ্জটা নিতেই ভালোবাসেন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এতে যেমন মানুষের বুদ্ধির প্রখরতা বাড়ে, তেমনই যাচাই করে নেওয়া যায় আইকিউ লেভেলও (IQ Level)। চলুন তাহলে আর সময় নষ্ট না করে ঝটপট দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।
সম্প্রতি একটি মজার ব্রেন টিজার তুমুল ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেই ছবিতে পাশাপাশি দু’টি কার্টুন দেখতে পাওয়া যাচ্ছে। এক ঝলক দেখলে মনে হবে দু’টি কার্টুন (Cartoon) একই। কিন্তু আসলে এমনটা নয়। পাশাপাশি থাকা দুই কার্টুনের মধ্যেই রয়েছে ৫টি পার্থক্য (Difference)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
আরও পড়ুন- দম থাকলে খুঁজে দেখান! ১৩ সেকেন্ডে দু’টি ছাগলের মধ্যে ৩টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস
ভাইরাল এই ব্রেন টিজার সমাধান করার জন্য ঠিক ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দাবি করা হয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে পার্থক্যগুলি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন বেশিরভাগ মানুষ। হাতেগোনা কয়েকজন ‘জিনিয়াস’ ব্যক্তিই শুধু সফল হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ১৫ সেকেন্ডের মধ্যে দু’টি কার্টুনের মধ্যে ৫টি পার্থক্য খুঁজে পান কিনা।
আরও পড়ুন- ১০০ জনে পারে মাত্র ১ জন! দেখুন তো মৌমাছির ভিড়ে সূর্যমুখী খুঁজে পান কি না?
আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে সবকটি পার্থক্য খুঁজে পেয়ে যান তাহলে মানতেই হবে আপনার বুদ্ধি বেশ প্রখর। তবে না পেয়ে থাকলেও নিরাশ অথবা হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য পার্থক্যগুলিকে লাল বৃত্তের মাধ্যমে হাইলাইট করে দিচ্ছি। সেগুলির দিকে চোখ বোলালেই আপনি বুঝে যাবেন দু’টি কার্টুন একে অপরের থেকে ঠিক কোথায় আলাদা।