• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অজগর হাতে পোজ দিচ্ছেন ‘মহানায়ক’! নেটপাড়ায় ট্রোলড হতেই মুখ খুললেন সোহম

টলিউড (Tollywood) অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। ‘প্রধান’ (Pradhan) ছবির শ্যুটিং চলছে সেখানে। দেব, সৌমিতৃষা কুণ্ডু অভিনীত এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহমকেও। সম্প্রতি সেই অভিনেতাই একটি অজগরের (Indian Rock Python) সঙ্গে ছবি শেয়ার করে নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বিশালাকার অজগরকে ধরে দু’টি ছবি শেয়ার করেন সোহম। ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ সকাল। আজকের সকালের প্রধান আকর্ষণ’। নিমেষের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। সেই সঙ্গেই নেটিজেনদের একাংশের রোষের মুখেও পড়েন অভিনেতা। অভিযোগ ওঠে, বন্যপ্রাণীটির সঙ্গে সঠিক আচরণ করা হয়নি। অবশেষে বাধ্য হয়ে এই নিয়ে মুখ খুললেন তিনি।

   

Soham Chakraborty, Soham Chakraborty with snake, Soham Chakraborty with Indian Rock Python

‘প্রধান’র শ্যুটিংয়ের জন্য দেব-সোহমরা যে হোটেলে রয়েছেন, বৃহস্পতিবার সকালে তার নীচ থেকেই বিরাটাকার ইন্ডিয়ান রক পাইথনটি উদ্ধার করা হয়। এরপরেই রোষের মুখে পড়েন অভিনেতা। শুক্রবার ফের সাপের সঙ্গে একটি ছবি শেয়ার করে পুরো ঘটনা বয়ান করেন সোহম। অভিনেতা লেখেন, ‘কিছু মানুষ দেখছি পুরো বিষয়টা না জেনেই নিজেদের মতামত জানাচ্ছেন। হয়তো পুরো বিষয়টার সম্বন্ধে তাঁরা অবগত নন’।

আরও পড়ুনঃ স্বামী নামের কলঙ্ক! গায়ে হাত তুলতেই পরাগের স্কুলে নালিশ শিমুলের, ফাঁস ধুন্ধুমার পর্ব

Soham Chakraborty, Soham Chakraborty with snake, Soham Chakraborty with Indian Rock Python

আরও পড়ুনঃ বড্ড আপন ছিল, ৬ বছরের সম্পর্কে ইতির কথা জানিয়ে চোখে জল জিতু কমলের!

‘প্রধান’ অভিনেতার সংযোজন, ‘হোটেলের নীচে গিয়ে বন দফতরের কর্মীদের সাহায্য করার জন্য আমি সাপটাকে ধরি। ওর কোনও ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না’। পাশাপাশি গোটা ঘটনায় দেবের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রসঙ্গে সোহম লেখেন, ‘এই ঘটনায় দেবের নাম নেওয়া হচ্ছে, সেটা ঠিক নয়। কারণ তিনি বারান্দা থেকে দাঁড়িয়ে সবটা দেখছিলেন’।

 

View this post on Instagram

 

A post shared by Soham Chakraborty (@myslfsoham)


দীর্ঘ পোস্টের শেষে সোহম লেখেন, ‘হয়তো আবেগের বশে ছবিটা তোলা হয়েছে ঠিকই। কিন্তু অত বড় সাপটির কোনও ক্ষতি না করে কীভাবে রাখা যায় সেটার জন্য সবাই সাহায্য করতে চেয়েছিলেন’। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সোহমের বিরুদ্ধে যে অপশব্দের ব্যবহার করা হচ্ছে তা নিয়েও মুখ খোলেন অভিনেতা।

এদিন অভিনেতা স্পষ্ট বলেন, ‘বাংলা ভাষার অপপ্রয়োগ করে নায়ক হওয়া যায় না। নায়ক হতে গেলে অনেক কাজ আছে, সেগুলো করে নিজের পরিবারকে গর্বিত করো’।

site