Jawan Box Office Collection : কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশের সিনেপ্রেমী মানুষরা এখন ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাবু। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই সিনেমা। এরপর থেকে বক্স অফিসে (Box Office) চলছে ‘জওয়ান’ রাজ। একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে চলেছে এই ছবি। রবিবার (Sunday) ছুটির দিনে যেমন বলিউডের ইতিহাসের প্রথম ছবি হিসেবে ফের একটি নয়া নজির গড়ল ‘জওয়ান’।
রিলিজের দিন থেকেই প্রেক্ষাগৃহে রাজত্ব করছে মেগা বাজেট এই সিনেমা। প্রথম দিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা (Box Office Collection) করেছিল অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। এর আগে বলিউডের কোনও ছবি মুক্তির দিনে এত টাকা আয় করতে পারেনি। এমনকি শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’ও পারেনি। কিন্তু সেটাই ‘জওয়ান’ করে দেখিয়েছে। এবার ফের আরও একটি পালক জুড়ল ‘জওয়ান’র মুকুটে।
রবিবার ছুটির আবহে ‘জওয়ান’ দেখতে সিনেমাহলে ছুটেছিলেন বহু সিনেপ্রেমী মানুষ। মাল্টিপ্লেক্সগুলি উপচে পড়েছিল দর্শকদের ভিড়ে। স্বাভাবিকভাবেই ছবির আয়ও ব্যাপক হয়েছে। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গতকাল একদিনে সবথেকে বেশি আয়ের রেকর্ড গড়েছে ‘জওয়ান’।
আরও পড়ুনঃ সাউথের গল্প চুরি করেই তৈরী ‘জওয়ান’! দেখা মাত্রই শাহরুখকে হাতেনাতে ধরল নেটিজেনরা
রবিবার শাহরুখের সিনেমা প্রায় ৮১ কোটি টাকার ব্যবসা করেছে। বলিউডের ইতিহাসে একদিনে এটাই সবথেকে বেশি আয়। প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৮১ কোটির মধ্যে প্রায় ৭২ কোটি টাকা এসেছে ‘জওয়ান’র হিন্দি ভার্সন থেকেই। বাকি ৯ কোটি টাকা অন্যান্য ভাষাগুলি থেকে এসেছে।
আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি
রিলিজের পর রোজ বক্স অফিসে নয়া নজির গড়ে চলেছে ‘জওয়ান’। মুক্তির তিন দিনের মাথাতেই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। তিন দিনে শুধু দেশেই ২০২ কোটি টাকা আয় করেছে অ্যাটলির সিনেমা। যা কিনা ১১০০ কোটি টাকা আয় করা ‘পাঠান’র তিন দিনের বক্স অফিস কালেকশনের থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি।
সিনেবিশেষজ্ঞদের অনুমান, সোমবার সপ্তাহের শুরুতে ‘জওয়ান’র বক্স অফিস কালেকশন রবিবারের থেকে কিছুটা কমতে পারে। এদিন হয়তো ভারতে ৪০-৪৫ কোটি টাকা আয় করতে পারে শাহরুখের ছবি। এবার দেখা যাক, এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে শাহরুখের ছবির বক্স অফিস কালেকশন মেলে কিনা।