এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি দর্শকদের ভীষণ প্রিয়। পরকীয়া-কুটকচালি ছেড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে সবার মন জয় করে নিয়েছে সৃজন, পর্ণা, কৃষ্ণারা। সেই সঙ্গেই শুরু থেকে টিআরপি (TRP) তালিকায় প্রথম দশে নিজের স্থানও ধরে রেখেছে এই ধারাবাহিক (Bengali Serial)। প্রত্যেক সপ্তাহে স্লট লিডারও হয়। কিন্তু তা সত্ত্বেও আচমকা বন্ধ হয়ে গেল ‘নিম ফুলের মধু’র শ্যুটিং (Shooting)।
সাম্প্রতিক অতীতে টিআরপির অভাবে একের পর এক বাংলা সিরিয়াল (Serial) বন্ধ হয়েছে। পছন্দের ধারাবাহিকগুলি যেভাবে কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাতে বেশ ভয়েই আছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। জি বাংলাতে আবার শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিলি’ (Mili)। প্রোমোও প্রকাশ্যে চলে এসেছে সেই সিরিয়ালের। তাহলে কি সেই ধারাবাহিককে স্থান করে দিতেই শেষ হয়ে যাচ্ছে সৃজন (Srijan)-পর্ণার (Parna) পথচলা?
সম্প্রতি জি বাংলার তরফ থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর ‘নিম ফুলের মধু’র সম্প্রচার (Telecast) বন্ধ থাকবে। এই খবর শোনার পর কার্যত মাথায় হাত পড়ে যায় দর্শকদের। আচমকা কেন সিরিয়ালের সম্প্রচার বন্ধ থাকছে? উঁকি দিয়েছে সেই প্রশ্নও। তবে জানিয়ে রাখি, চিন্তার কিছু নেই। এই সকল আশঙ্কা একেবারেই অর্থহীন।
আরও পড়ুনঃ কার প্রেমে পড়েছেন মিঠাইয়ের তোর্সা? গোপন খবর ফাঁস হতেই মুখ খুললেন অভিনেত্রী
আসলে জন্মাষ্টমী উপলক্ষ্যে ৭ সেপ্টেম্বর ‘ফুলকি’র ১ ঘণ্টার মহাপর্ব দেখানো হবে। সন্ধ্যা ৭:৩০টা থেকে ৮:৩০টা পর্যন্ত চলবে সিরিয়াল। তবে ফুলকি অবশ্য একা থাকবে না, সেই সঙ্গেই দেখা যাবে দত্ত বাড়ির বৌমা পর্ণাকেও। দুই নায়িকা একসঙ্গে মিলে জন্মাষ্টমীর দিন ‘গোপাল চুরির রহস্যভেদ’ করবে। সেই জন্য এই একটি দিন ‘নিম ফুলের মধু’র সম্প্রচার বন্ধ রাখবে চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু
‘ফুলকি’র জন্মাষ্টমী স্পেশ্যাল পর্বে দেখা যাবে, রোহিতদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে পর্ণা। কিন্তু পুজো চলাকালীন দেখা যায়, আসল গোপাল মূর্তি চুরি হয়ে গিয়েছে। দোলনায় বসানো আছে নকল মূর্তি। সেই আসল মূর্তি খুঁজে বের করতেই হাত মেলাবে ফুলকি আর পর্ণা। কীভাবে রহস্যভেদ করবে দুই নায়িকা? দেখা যাবে আজকের বিশেষ পর্বে।