আমরা সবাই জানি, প্রত্যেক জিনিসের যেমন ভালো দিক আছে, তেমনই খারাপ দিকও রয়েছে। প্রযুক্তিও (Technology) এর ব্যতিক্রম নয়। প্রযুক্তির উন্নতির সঙ্গেই তালমিলিয়ে বেড়েছে সাইবার ক্রাইম (Cyber Scam) বা অনলাইন প্রতারণার ঘটনাও। আকছার কোনও না কোনও মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি যেমন এভাবেই নিজের লক্ষাধিক টাকা খোয়ালেন টলি (Tollywood) অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন শ্রীলেখা। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সেই অভিনেত্রীই অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। সূত্রের খবর, লক্ষাধিক টাকা খুইয়েছেন শ্রীলেখা। গত ৩০ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। তার ঠিক একদিন আগেই অনলাইন প্রতারণার শিকার হন তিনি। অচেনা এক নম্বরের ফোন ধরতেই চরম বিপাকে পড়েন টলি নায়িকা।
জানা গিয়েছে, ফোন ধরার পর ওপাশ থেকে একজন ব্যক্তি শ্রীলেখাকে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলেন। এরপর কোথা থেকে কী হয়ে যায় তা নিজেও ঠিক করে বুঝতে পারেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সেই সময় তাঁর শরীর ভালো ছিল না। জ্বরে ভুগছিলেন। সেই পরিস্থিতিতে ওই ব্যক্তি তাঁকে দিয়ে যে কী করিয়ে নিয়েছে তা তিনি বুঝে উঠতে পারেননি।
আরও পড়ুনঃ ফের এক হবে মেঘ-নীল, বিয়ের মণ্ডপে ময়ূরীর সিঁথি রাঙিয়ে দেবে জিষ্ণু! আসছে মহাধামাকা পর্ব
শ্রীলেখা এই প্রসঙ্গে বলেন, ‘নিজেকে চালাক তো বলতে চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো কেউ যাতে এই পরিস্থিতির সম্মুখীন না হন, সেই জন্য সবাইকে সতর্ক করে দিচ্ছি। কত টাকা খোয়া গিয়েছে সেটা আমি বলতে চাই না। তবে লক্ষাধিক টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা হয়েছে’।
শ্রীলেখা জানান, পুলিশে খবর দেওয়া মাত্রই তারা কাজ শুরু করে দেন। তবে যে টাকা তিনি খুইয়েছেন সেটা ফেরত পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে অভিনেত্রী চান না, ভবিষ্যতে কেউ আর এমন অনলাইন প্রতারণা শিকার হোক। শ্রীলেখার কাজের দিক থেকে বলা হলে, কয়েকদিন আগেই ‘পারিয়া’র শ্যুটিং শেষ করেছেন তিনি। সেই সঙ্গেই তাঁর নিজের পরিচালনা নিয়েও কথাবার্তা চলছে।