Tomader Rani Actress Real Identity : ‘একটা ছেড়ে একটা বেছে নেওয়ার সময় শেষ। এবার সবকিছু একসাথে পাওয়ার স্বপ্ন নিয়ে আসছে “তোমাদের রাণী” (Tomader Rani)।’ ট্যাগ লাইনের মধ্যে দিয়ে সমাজের প্রতি বিশেষ বার্তা তুলে ধরেছে স্টার জলসার (Star Jalsha) এই নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial)। তাই নামে নারীকেন্দ্রিক হলেও এই সিরিয়ালটি যে আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা হতে চলেছে আশা করি আগামী ৮ সেপ্টেম্বর থেকেই তার প্রমাণ পাবেন দর্শক। স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল।
কয়েক বছর আগেও আমাদের সমাজের মেয়েদের হয় স্বামী সন্তান নইলে নিজের পেশা যে কোনো একটাকে বেছে নিতে হতো। তবে সেই দিন যে এবার শেষ হতে চলেছে সেই বার্তা দেবে এই ‘তোমাদের রাণী’ সিরিয়াল। তাই প্রোমোতেই দেখা গিয়েছে নায়িকা রাণী (Rani) অন্তঃসত্ত্বা অবস্থাতেই দিয়েছেন ডাক্তারি পরীক্ষা। যদিও তাঁর স্বামী দুর্জয় (Durjoy) ‘টিপিক্যাল’ চিন্তাভাবনা থেকেই তার বিরোধিতা করে।
রাণীর ডাক্তারি পড়ায় তার মত ছিল না একেবারেই। যদিও স্বামীর বিরুদ্ধে গিয়েই সন্তান কোলে নিয়ে ডাক্তারি পাশও করে নিজেকে প্রমাণ করে রাণী। তবে আগামীদিনে কি হতে চলেছে তার উত্তর মিলবে সিরিয়াল শুরু হওয়ার পরেই। ধারাবাহিকে নায়িকা রাণীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Avika Malakar)। আর তার বিপরীতে দুর্জয় চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ রায় (Arka Provo Roy)। নতুন নায়ক নায়িকাকে কেন বেঁচে নিলেন পরিচালক?
এপ্রসঙ্গে পরিচালক সুশান্ত দাস এদিন আনন্দবাজার অনলাইনে জানিয়েছেন ‘প্রথমে ভেবেছিলাম পরিচিত অভিনেতাদের নিয়েই কাজ করব। তার পরে ভাবলাম পরিচিত নায়ক-নায়িকা হলে তাঁদের নিয়েই কথা বলবেন দর্শক। নতুন ছেলেমেয়েকে নিয়ে কাজ করলে তাঁদের চরিত্র হিসাবে চিনবেন সবাই। আর গল্প নিয়েও সমান চর্চা হবে।’
আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, কারণ জানলে চমকে যাবেন
তবে জানলে অবাক হবেন পর্দায় যিনি গর্ভবতী হয়ে সন্তান কোলে নিয়ে স্ট্রাগল করে ডাক্তারি পাশ করেছেন সেই অভিনেত্রীই নাকি বাস্তবে স্কুলের গণ্ডিটাও পেরোননি। প্রথমেই স্টার জলসার মতো চ্যানেলে প্রধান নায়িকা হওয়ার সুযোগ পেয়ে এদিন অভিকা বলেছেন ‘ছোট থেকেই এই মাধ্যমটা আমায় আকর্ষণ করে এসেছে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার অভিনয় করার। এমন ভাবে সুযোগটা আসবে সেটা ভাবিনি। আমি যৌথ পরিবারে বড় হয়েছি। খুবই রক্ষণশীল পরিবার। কিন্তু যখন এমন সুযোগ আসে তখন অবশ্য এক বারও ভাবেননি তাঁরা।’