খবরবিনোদনভাইরালভিডিওসিনেমা

পুজোর আগেই সুখবর! ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, কারণ জানলে চমকে যাবেন

ভোর বেলা উঠেই ময়দানে, ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, শেয়ার করলেন অভিজ্ঞতা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। ছবির থেকে বেশি ব্যক্তিগত সম্পর্কের জেরে সোশ্যাল মিডিয়াতে সর্বদাই চর্চায় থাকেন তিনি। এমনিতেই সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে বলি-বলি-হলি কোনো সেলেব্রিটিদেরই নিস্তার নেই। পান থেকে চুন খসলেই ধেয়ে আসে কটাক্ষ, আর মিম তো রয়েছেই। তবে সপ্রতি এক দারুণ খবর দিয়ে নেটপাড়া তথা সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন শ্রাবন্তী।

বাণিজ্যিক ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে একাধিক ছবিতে তার অভিনয়ের দক্ষতা বেশ প্রশংসা পাচ্ছে। এমনকি আসন্ন ছবিতে বিখ্যাত এক উপন্যাসের চরিত্রকে বাস্তব রূপ দিতে চলেছেন অভিনেত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন, দেবী চৌধুরানী (Devi Chowdhurani) ছবির কথাই বলছি। প্রথম যখন খবরটি প্রকাশ্যে আসে তখনই রীতিমত হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। তবে তাঁকে অন্যধারার চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা তা বলাই যায়।

Srabanti Chatterjee bridal look

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী হওয়া তো আর সহজ কাজ নয়! তাই চরিত্রকে সম্পূর্ণতা দিতে কোনো খুঁত রাখতে নারাজ তিনি।  নিজেকে যতটা পারা যায় ঘষে মেজে তৈরী করে নিতে চান শ্রাবন্তী। এরই মাঝে জানা গেল ছবির জন্য ঘোড়া চালানো শিখছেন অভিনেত্রী।

হ্যাঁ, ছবিতে দেবী চৌধুরানীকে ঘোড়সওয়ারীর দৃশ্যে দেখা যাবে। সেই জন্যই শ্রাবন্তীকে ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। বুধবার  ভোর ৬টার সময় ময়দানে প্রশিক্ষণের জন্য পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার থেকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। সম্প্রতি ঘোড়া চালানো শেখার অভিজ্ঞতা লক্ষ লক্ষ ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee interview

শ্রাবন্তী জানান, শুরুতে একটু ভয় করছিল। তবে পরে সেটা একদমই নেই। আসলে এটা ঠিক ঘুরতে গিয়ে ঘোড়ায় চড়ার মত নয়। নিজে ঘোড়ায় চড়া অনেকটাই আলাদা ব্যাপার। তবে প্রশিক্ষক জানিয়েছেন প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভালো পারফর্ম করেছি আমি।

অবশ্য, ঘোড়া চালানোই শেষ নয় এরপর আরও একাধিক জিনিস শিখতে হবে। অভিনয় ইমপ্রুভমেন্ট থেকে তলোয়ার বাজি শেখার জন্য আরও প্রশিক্ষণ নেবেন শ্রাবন্তী। এছাড়াও কসরত করে ওজন ঝরিয়ে ফেলেছেন বেশ কিছুটা। এই ছবিতে ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর সাথে অভিনয় স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।

Back to top button