Neem Phooler Madhu Srijan actor Rubel Das react on TRP: ভাঙা পা নিয়েই চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় ঝোড়ো ব্যাটিং করলো ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন-পর্ণা (Srijan-Parna) জুটি। দেখতে দেখতে দশ দিন কেটে গিয়েছে পায়ে ব্যান্ডেজ নিয়ে বাড়িতেই বসেই শট দিচ্ছেন পর্দার সৃজন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। কিছুদিন আগেই সিরিয়ালে একটি অ্যাকশন সিন করতে গিয়ে দু’পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন অভিনেতা।
তারপর চিকিৎসক তাঁকে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এখন রুবেলের বারাসাতের বাড়িতেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে পাঠানো হয়েছে ভ্যানিটি ভ্যান এবং ক্যামেরার টিম। ইতিমধ্যেই একদিন বাড়ির বিছানাতে বসেই শট দিয়েছেন অভিনেতা। তবে সৃজনের এই অসুস্থতার কারণে সিরিয়ালের টিআরপি তালিকায় কিন্তু কোন প্রভাব পড়েনি। বরং নম্বর বেড়ে টিআরপি তালিকার সেরা পাঁচে উঠে এসেছে নিম ফুলের মধু।
সিরিয়ালের এই সাফল্যের উচ্ছ্বসিত পর্দার সৃজন এদিন আনন্দবাজার অনলাইনে জানিয়েছেন ‘১০ দিন হল প্রায় বাড়িতে বন্দি। বিছানায় বসেই কাজ করার চেষ্টা করছি। তাই টিআরপি নম্বর দেখে বেশ ভাল লাগছে। দর্শক আমাদের উপর থেকে ভরসা হারাননি। ভেবে ভাল লাগছে। আগামী দিনেও এই ভাবে সকলে আমাদের ভালবাসা দেবেন আশা করি।’
জানা যাচ্ছে আগামী মাসেই অভিনেতার পায়ের ব্যান্ডেজ খোলা হবে। আপাতত সিরিয়ালের নায়কের বিশ্রামের কথা ভেবেই গল্পের মোড় খানিকটা ঘুরিয়ে দিয়েছেন সিরিয়ালের নির্মাতারা। অপাতত সিরিয়ালের গল্প টানার দায়িত্ব রয়েছে দত্তবাড়ির মহিলা বাহিনীর ওপর।
আরও পড়ুনঃ দর্শকের ভালোবাসায় ৪০০ পর্ব পার, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের জমজমাট সেলিব্রেশনের ভিডিও
সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন গোটা দত্তবাড়িকে পাশে নিয়েই সৃজনের শাড়ির ব্যবসার হাল ধরেছে পর্ণা। এখন দত্তবাড়িতে চলছে সেই এক্সক্লুসিভ শাড়ির কালেকশন নিয়ে দুর্দান্ত ফ্যাশন শো। আন্তরিকতা আর বাঙালিয়ানায় মোড়া অভিনব ফ্যাশন শো করে রীতিমতো তাকে লাগিয়ে দিয়েছে দত্তবাড়ির জিনিয়াস বৌমা পর্ণা।
তবে এখন দেখার সিরিয়ালের প্রধান নায়ক সৃজন ছাড়া এভাবে কতদিন শুটিং করা সম্ভব হয়! একইভাবে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন সকল দর্শকেরা। আশা করা হচ্ছে শীঘ্রই সুস্থ হয়ে আবারও শুটিং ফ্লোরে পুরো দমে ফিরবেন সৃজন তথা রুবেল দাস।