• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বরূপ থেকে যীশু, কেন পাল্টেছিলেন বাবা-মায়ের দেওয়া নাম? ২২ বছর পর নিজেই জানালেন কারণ

Why Jisshu Sengupta Change his name from Biswarup : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) হাতে গোনা যে ক’জন তারকা এই মুহূর্তে বলিউডে (Bollywood) রাজত্ব করছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। ছোটপর্দা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। এরপর বড়পর্দায় পা রাখেন তিনি। খুব কম সময়ের মধ্যেই আকাশছোঁয়া খ্যাতি পান অভিনেতা। এখন তো টলিউড পেরিয়ে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে পড়েছে যীশুর জনপ্রিয়তা।

বাংলার সিনেপ্রেমী দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন যীশু। তবে অভিনেতা বলেন, তাঁকে প্রকৃত অভিনেতা করে তুলেছিলেন প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ২০০১-২০০২ সালে বড়পর্দায় কাজ শুরু করেছিলেন অভিনেতা। ২০০৮ সালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে প্রথম কাজ করেন যীশু। অভিনেতার কথায়, ‘ঋতুদা’র সঙ্গে কাজ করার পরেই অভিনয়ের প্রতি আগ্রহ বাড়ে তাঁর।

   

Jisshu Sengupta and Rituparno Ghosh

শুনলে হয়তো অবাক হবেন, আজ এত বড় মাপের অভিনেতা হলেও যীশুর (Jisshu Sengupta) প্রথম প্রেম কিন্তু অভিনয় ছিল না। সাক্ষাৎকারে অভিনেতা সাফ বলেন, তাঁর বাবা একজন অভিনেতা হলেও তাঁর অভিনয়ে আসার কোনও শখই ছিল না। একপ্রকার আচমকাই এসে যায় তিনি। অভিনয় জগতে পা রাখার পর নিজের নামও বদলে ফেলেন অভিনেতা। এত বছর পর এর পিছনের কারণটা ফাঁস করলেন তিনি।

১৯৯৮ সালে সুপারহিট ‘মহাপ্রভু’ সিরিয়ালে অভিনয় করেছিলেন যীশু। অনেকেই ভাবেন, এটাই ছিল অভিনেতার প্রথম প্রোজেক্ট। তবে সাক্ষাৎকারে যীশু নিজে জানান, ‘মহাপ্রভু’র আগে ১৯৯৭ সালে অন্য একটি টিভি শোয়ে একটি ছোট রোলে অভিনয় করেছিলেন তিনি। সেই শোয়ের পরিচালনা করেছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ দর্শকের ভালোবাসায় ৪০০ পর্ব পার, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের জমজমাট সেলিব্রেশনের ভিডিও

Jisshu Sengupta, Jisshu Sengupta real name, Jisshu Sengupta name change reason

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই শুটিং, তাতেই দুর্দান্ত TRP! কেমন আছেন ‘নিম ফুলের মধু’র ‘বাবুউউ’ সৃজন?

অভিনেতা জানান, ‘যীশু’ আসলে তাঁর ডাক নাম ছিল। আর মাধবী মুখোপাধ্যায় তাঁকে তাঁর ডাক নাম ধরেই চিনতেন। সেই সময়ে অভিনেত্রী বলেছিলেন, ‘যীশু’ নামটাই তিনি রাখতে চান। ১৬-১৭ বছর বিশ্বরূপ (যীশুর ভালো নাম) কোনও প্রকার আপত্তি জানাননি।

আসলে যীশু তখন ভাবতেই পারেননি তিনি পরবর্তীকালে একজন অভিনেতা হবেন। এরপর ‘মহাপ্রভু’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। সেই সিরিয়ালেও ‘যীশু’ নামেই পরিচিত হন তিনি। আর এখন তো সবাই তাঁকে এই নামেই চেনে। যীশুর আসল নাম যে ‘বিশ্বরূপ’ তা অনেকেই এখনও জানেন না।

site