বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) এক কিংবদন্তি অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। টলিউডের স্বর্ণযুগের অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। ‘মহানায়ক’ উত্তম কুমার থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়- একাধিক নামী শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক আইকনিক সিনেমা।
বাংলার সিনেপ্রেমী দর্শকদের কাছে রঞ্জিত মল্লিক শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি আবেগ। দশকের পর দশক ধরে নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন তিনি। তবে এবার কি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় (Retirement) জানাতে চলেছেন? সম্প্রতি অনুরাগীদের মনে উঁকি দিয়েছে এই জল্পনা।
কয়েক মাস আগে আচমকা অবসর নেওয়ার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন টলিউডের নামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের কাছে একথা বলেছিলেন তিনি। পরে অবশ্য তিনি জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। সেই ঘটনার রেশ কিছুটা কাটতেই সামনে এল বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের অবসর গ্রহণের খবর।
তবে চমকে উঠবেন না। কারণ অভিনেতা অবসর গ্রহণ করছেন একথা ঠিক। তবে সেটা বাস্তব জীবনে নয়, বরং পর্দায়। এটাও অভিনয়েরই একটা অংশ। শীঘ্রই রঞ্জিত মল্লিক ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন। অভিনেতার প্রথম প্রোজেক্টের পোস্টার প্রকাশ্যেও এসে গিয়েছে। সেই পোস্টার ঘিরেই যাবতীয় জল্পনা-কল্পনা।
আরও পড়ুনঃ নতুন ‘মহানায়ক’ পেল বাংলা! শুভশ্রী-সায়ন্তিকা সহ এই তারকাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুনঃ ‘মহানায়ক’ হওয়ার যোগ্যতা আছে? উত্তরে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন নতুন ‘মহানায়ক’ অঙ্কুশ
রঞ্জিত মল্লিকের ডেবিউ সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। দীর্ঘদিনের পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করার পর একজন ব্যক্তির জীবনে কী কী পরিবর্তন আসে এবং মানুষ সেগুলোর সঙ্গে কীভাবে মানিয়ে নেয় সেটাই এই সিরিজে ফুটিয়ে তোলা হবে।
‘বেল্ট ম্যান’র প্রথম ওয়েব সিরিজের পোস্টারটিও বেশ নজরকাড়া। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে শুয়ে কিছু নিয়ে একটা ভাবছেন রঞ্জিত মল্লিক। ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’র পোস্টারের প্রশংসা করেছেন সকলে। বর্ষীয়ান অভিনেতার কেরিয়ারের এই নতুন ইনিংস শুরুর আগে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।