Offbeat Hill Station Travel Destination: বাঙালির কাছে ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন (Travel Destination) মানেই হয় দার্জিলিং, নয় দীঘা অথবা পুরী। তবে এখন দার্জিলিংয়ে (Darjeeling) পুরো প্যাকড আপ ভিড়। সেই ভিড়ে ঠাসা জায়গায় যেতে অনেকেই পছন্দ করেন না। সেই জন্য অনেকেই ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিংয়ের কাছের নানান অফবিট জায়গা বেছে নেন। আজকের প্রতিবেদনে এমনই একটি অফবিট হিল স্টেশনের (Offbeat Hill Station) হদিশ তুলে ধরা হল।
আজ যে জায়গার কথা বলা হবে তার নাম হল পাবং (Pabong)। কালিম্পংয়ের কাছের এই অফবিট হিল স্টেশন একেবারে ছবির মতো সুন্দর। হাত বাড়ালেই সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। অল্প কয়েকদিনের ছুটির জন্য এই জায়গা একেবারে আদর্শ। চলুন দেখে নেওয়া যাক সেখানে কীভাবে যাওয়া যায়।
আপনি চাইলে এনজেপি থেকে বাগরাকোট-চুইখিম হয়ে পাবং যেতে পারেন। এতে কিছুটা কম সময় লাগে। পাশাপাশি দূরত্বও কম। তবে অনেক সময় চুইখিমের রাস্তা কিছুটা খারাপ থাকে। বর্ষাকালে সেই রাস্তা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই চাইলে সেক্ষেত্রে আপনি কালিম্পং হয়েও যেতে পারেন।
আপনারা অনেকে নিশ্চয়ই চারখোলের নাম শুনেছেন। সেখানে অনেকেই বেড়াতে যান। তবে অনেকসময় সেখানে ঘর পাওয়া যায় না। কারণ এখন সেখানে পর্যটকদের আনাগোনা একটু বেশি হয়েছে। তাই সেক্ষেত্রে আপনি চারখোলে না গিয়ে পাবং চলে যেতে পারেন।
আরও পড়ুনঃ চোখ খুললেই পাহাড়-চা বাগান, রইল কলকাতার কাছেই স্বপ্নের মত সুন্দর এক হিল স্টেশনের হদিশ
সবুজে ঘেরা এই জায়গা ‘মেঘ এবং পাখির রাজ্য’ বলে পরিচিত। এখানকার যে কোনও হোমস্টে থেকে মুখ বাড়ালেই আপনি মেঘের খেলা দেখতে পাবেন। মেঘ এসে কখন যে মনের সব দুঃখ, কষ্ট, অভিমান মুছে দেবে তা আপনি ধরতে পারবেন না।
আরও পড়ুনঃ এ যেন মাটিতেই স্বর্গরাজ্য! রইল কলকাতার কাছেই ঘোরার জন্য ‘মিনি অ্যামাজন’ এর হদিশ
এছাড়া এখানে ভোরবেলা থেকে পাখির গান শুনতে পারবেন। অনেক নাম না জানা পাখি এখানে এসে গান শুনিয়ে যায়। এখানে ঝরনা রয়েছে সেখানে। দু’দণ্ড সময় কাটিয়ে আসতে পারেন। সব মিলিয়ে পাহাড় বলতে আপনি যা ভাবেন পাবংয়ে গেলে সেখানে সবটা পাবেন। এখানে একবার গেলে প্রেমে পড়বেন আপনি।