বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে লীনা গাঙ্গুলী (Leena Ganguly) নামটা অত্যন্ত পরিচিত। একাধিক আইকনিক বাংলা সিরিয়ালের স্রষ্টা তিনি। অসংখ্য সুপারহিট মেগা ধারাবাহিক তিনি লিখেছেন। ‘জল নূপুর’(Jol Nupur) থেকে শুরু করে ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) হয়ে ‘খড়কুটো’ (Khorkuto), ‘শ্রীময়ী’ (Sreemoyee), ‘মোহর’ (Mohor) প্রচুর সিরিয়াল লীনা লিখেছেন। এই মুহূর্তে স্টার জলসার দুই জনপ্রিয় সিরিয়াল ‘গুড্ডি’ (Guddi) এবং ‘এক্কাদোক্কা’রও (Ekka Dokka) লেখিকা তিনি। সেই সঙ্গেই তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে।
একসময় ব্যাক টু ব্যাক সুপারহিট সিরিয়াল উপহার দেওয়া লীনার গল্পগুলি এখন টিআরপি তালিকায় (TRP List) সেভাবে নজর কাড়তে পারছে না। ‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’ চর্চার কেন্দ্রে থাকলেও ধারাবাহিক দু’টি টিআরপি তালিকায় কামাল দেখাতে ব্যর্থ। দর্শকদের একাংশের মত, যে কোনও সময় টিআরপির অভাবে বন্ধ হয়ে যেতে পারে এই দুই সিরিয়াল।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বাংলা ছেড়ে নাকি হিন্দি টেলি ইন্ডাস্ট্রির (Hindi Serial) দিকে মনোনিবেশ করছেন লীনা। বাংলায় এমনিতেই তাঁর ধারাবাহিকের সংখ্যা বেশ কমে এসেছে। তবে হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর সিরিয়ালগুলি রমরমিয়ে চলছে। লীনার একাধিক বাংলা সিরিয়ালের রিমেক বানানো হয়েছে হিন্দিতে।
আরও পড়ুনঃ স্বয়ম্ভু বেঁচে ফিরতেই ধামাকা! জ্যাস-নাকি ফুলকি কে হল সেরা? রইল চমকে দেওয়া TRP তালিকা
‘ইষ্টি কুটুম’, ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসে। টিআরপি তালিকায় কামাল দেখাচ্ছে এই দুই সিরিয়াল। কিন্তু বাংলা টেলি দুনিয়ায় ‘লীনা ম্যাজিক’ ক্রমশ কমে আসছে। কয়েক বছর আগে অবধি লীনা গাঙ্গুলীর ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় রাজত্ব করতো। কিন্তু এখন কোথাও গিয়ে হয়তো দর্শকদের পছন্দ-অপছন্দ বদলে গিয়েছে। সেই কারণে দর্শকমনে আগের মতো দাগ কাটতে ব্যর্থ হচ্ছে লীনার সিরিয়ালগুলি।
আরও পড়ুনঃ বাবার বউয়ের পরিচয় জানতেই রেগে আগুন! ছোট্ট সোনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক
সেই কারণে হিন্দি সিরিয়ালের কাজের জন্য এখন মুম্বইয়েই বেশিরভাগ সময় কাটাচ্ছেন লীনা। শীঘ্রই তাঁর একটি নতুন হিন্দি ধারাবাহিক আসতে চলেছে। সেই জন্য কয়েকদিনের জন্য বাংলা সিরিয়াল লেখা থেকে ব্রেক নিয়ে কাশ্মীর গিয়েছিলেন লীনা। আপাতত পুরোদস্তুর সেই ধারাবাহিকের কাজেই মন দিয়েছেন তিনি।
এতদিন অবধি লীনার লেখা বাংলা ধারাবাহিকগুলি হিন্দিতে রিমেক হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, তিনি হিন্দি ধারাবাহিকের জন্য স্বতন্ত্র গল্প ভেবেছেন। কোনও বাংলা ধারাবাহিকের রিমেক নয়, বরং সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসছেন তিনি। এখনও অবশ্য লীনার প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।