• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার বউয়ের পরিচয় জানতেই রেগে আগুন! ছোট্ট সোনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

Anurager Chhowa serial audience praise Surjo-Deepa's daughter Sona's acting

বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না এমন দর্শকদের সংখ্যা ইদানিং নেই বললেই চলে। এই মুহূর্তে এই ধারাবাহিকে চলছে সূর্য-দীপার (Surjo Deepa) মেয়ে সোনার (Sona) ট্র্যাক। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখনও পর্যন্ত নায়ক নায়িকা সূর্য-দীপার মিল হয়নি ঠিকই কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটি পর্ব জুড়ে থাকছে হাইভোল্টেজ ড্রামা।

ইতিমধ্যেই  দর্শক দেখেছেন পাতা মেয়ে রুপা আগেই জেনে গিয়েছে সূর্য-দীপার বিয়ের কথা। আর সম্প্রতি খবরের কাগজ দেখে সোনাও জেনে গিয়েছে আসল সত্যি। এমনিতেই ক’দিন ধরেই নিজেকে অনাথ ভেবে কষ্টে রয়েছে সোনা। একমাত্র ফুলমা অর্থাৎ দীপা ছাড়া গোটা সেনগুপ্ত বাড়ির কোন সদস্যই সামলাতে পারছে না তাকে। কিন্তু সেসবের দিকে ভ্রুক্ষেপ নেই সূর্যর। সে চোখের সামনে এক দন্ড সহ্য করতে পারছে না দীপাকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

তাই বারবার সে একইভাবে অপমান করে চলেছে তাকে। আর তাতেই সূর্যের উপর আরও রেগে যাচ্ছে সোনা। আর এবার ছোট্ট সোনার সহজ সরল সোজা সাপটা প্রশ্নের মুখে পড়ে বড্ড অসহায় অবস্থা সূর্যর। খবরের কাগজে সূর্য-দীপার বিয়ের ছবি দেখার পর নিচে নেমে এসে সোনা সরাসরি সূর্যের কাছে জানতে চায় তার বিয়ে হয়েছিল কিনা।

জবাবে আনতা আমতা করেই  সূর্য হ্যাঁ বলতেই বাড়ির সবার উদাহরণ দিয়ে সূর্যের কাছে সোনার আরও প্রশ্ন ‘সবার বউ সাবরসাথেই থাকে। তোমার বউ কোথায়? সে তোমার সাথে কেন থাকে না?’ ছোট্ট এতটুকু মেয়ের  এমন প্রশ্নের মুখে পড়ে একেবারে অপ্রস্তুত হয়ে যায় সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

নয়নের মনি সোনার থেকে তাকে কোনদিন এমন কথা শুনতে হবে তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেনি সূর্য।  তাই বরাবরের মতো এবারও সোনার কাছ থেকে এমন প্রশ্ন শুনে দীপাকেই দুষছে সে। এমনকি বাচ্চা মেয়ে দুটোর সামনেই যাচ্ছেতাই ভাবে অপমান করা দীপাকে আবারও বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছে সূর্য।

আর তাতেই রেগে গিয়ে সোনাও জানিয়ে দে ফুলমা না থাকলে ওই বাড়িতে সেও থাকবে না। আগামী পর্বে দেখা যাবে সূর্য সোনাকে বলবে এটা তার নিজেরই বাড়ি। তখন সোনা সূর্যকে জানায় তাহলে সে চায় তার সাথে দীপা আর রুপাও থাকবে। আর এই ভাবেই মেয়ের কাছেই আরও একবার জব্দ হবে সূর্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥