• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ছেড়ে দিন প্লিজ’, রবীন্দ্রনাথ ঠাকুর সাজতেই অনুপম খেরকে নিশানা স্বস্তিকার!

Swastika Mukherjee tweet on Anupam Kher look as Rabindranath Tagore: টলিউড (Tollywood) অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) নিজের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) অবদান বারবার স্বীকার করেছেন। তাঁর অনুরাগীরা জানেন, রবি ঠাকুর হলেন অভিনেত্রীর হৃদয়ের খুব কাছের। তাই তাঁকে নিয়ে কোনও কিছু মেনে নেওয়া টলি নায়িকার পক্ষে কিছুটা কঠিন। সেই কারণে সম্প্রতি যেমন নাম না করেই বলিউড (Bollywood) অভিনেতা অনুপম খেরকে (Anupam Kher) নিশানা করেছেন তিনি।

দিন কয়েক আগেই রবি ঠাকুরের বেশে নিজের ছবি শেয়ার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম। জানিয়েছিলেন, কেরিয়ারের ৫৩৮তম প্রোজেক্টে ‘গুরুদেব’ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সেই সঙ্গেই অভিনেতা জানান, এই সুযোগ পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

Bollywood actor Anupam Kher to portray Rabindranath Tagore in his next film

অনুপমের শেয়ার করা ছবি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছিলেন, হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে লাগছে তাঁকে। অনেকে প্রথমে চিনতেই পারেননি ছবিটা আসলে রবি ঠাকুরের নাকি কোনও অভিনেতার। তবে অনুপম যে শুধু প্রশংসিতই হয়েছেন তা কিন্তু নয়। অনেকেই তাঁর সমালোচনাও করেছেন।

সম্প্রতি যেমন স্বস্তিকার টুইট (Tweet) নজর কেড়েছে নেটিজেনদের। অনুপম নিজের আসন্ন ছবির কথা ঘোষণা করার দু’দিন পরেই এই নিয়ে টুইট করেন টলি সুন্দরী। কারোর নাম না নিয়েই তিনি লেখেন, ‘কারোর রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়। মানুষটাকে একা ছেড়ে দিন প্লিজ’।

আরও পড়ুনঃ ‘সৌগুন’ অতীত! নতুন প্রজেক্টে কৌশিকের নায়িকা হচ্ছেন এই সুন্দরী

Swastika Mukherjee and Anupam Kher, Swastika Mukherjee on Anupam Kher look as Rabindranath Tagore

স্বস্তিকার এই টুইটে অনেকে তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। কেউ কেউ আবার ভিন্ন মতও প্রকাশ করেছেন। একজন যেমন লিখেছেন, ‘বাংলা তাঁকে ভালো করে চেনে। বাকি ভারত অত ভালো চেনে না। ওনার কাহিনী বলা উচিত আর সিনেমা খুব সুন্দর একটি মাধ্যম। তবে সবটাই নির্ভর করছে তাঁর জীবনের কোন অংশ দেখানো হচ্ছে সেটার ওপর। যদিও শান্তিনিকেতনের শেষের দিনগুলো দেখানো হয় তাহলে সেটা গল্পের চেয়ে কম না’।

আরও পড়ুনঃ সব মিশকার চক্রান্ত! কবিরের সাথে দীপার আসল সম্পর্কের কথা জানতেই মাথায় বাজ সূর্যর


প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি স্বস্তিকা এখন বলিউডেও পরিচিত মুখ হয়ে গিয়েছেন। সাম্প্রতিক অতীতে একাধিক হিন্দি সিনেমা, ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। জাতীয় স্তরে প্রশংসা পেয়েছে এই বঙ্গ তনয়ার অভিনয়।

site