• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এ যেন মাটিতেই স্বর্গরাজ্য! রইল কলকাতার কাছেই ঘোরার জন্য ‘মিনি অ্যামাজন’ এর হদিশ

Weekend Travel Destination Near Kolkata: উইকেন্ড ট্রাভেল ডেস্টিনেশন (Weekend Travel Destination) বললেই বাঙালির মাথায় সবার আগে দীঘা (Digha)-পুরী (Puri) কিংবা সুন্দরবনের কথাই আসে। দু’দিনের ছুটি কাটানোর এর বাইরে কোনও জায়গার কথা অনেকেই ভেবে উঠতে পারেন না। বহু মানুষ জানেনই না, কলকাতার কাছাকাছি এমন অনেক জায়গা রয়েছে যেগুলি সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ। এমনই একটি স্থান হল ভিতরকণিকা (Bhitarkanika)

এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রকৃতির কোলে ছুটি কাটাতে ভালোবাসেন। ঘন সবুজে ঘেরা কোনও শান্ত-নিরিবিলি জায়গায় দু’টো দিন কাটানোর স্বপ্ন অনেকেই দেখেন। এমনই একটি জায়গা হল ভিতরকণিকা। অনেকে একে ‘মিনি অ্যামাজন’ও (Mini Amazon) বলে থাকেন। আপনাকে যদি বৃষ্টিস্নাত স্যাঁতস্যাঁতে পরিবেশ আকর্ষিত করে থাকে তাহলে আপনি চলে যেতেই পারেন এখানে।

   

Mini Amazon Bhitarkanika, Weekend travel destination

এখন নিশ্চয়ই ভাবছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ‘মিনি অ্যামাজন’ ওরফে ভিতরকণিকা কোথায় অবস্থিত? তাহলে বলে রাখি, এই জায়গাটি পাশের রাজ্য উড়িষ্যায় অবস্থিত। অ্যামাজনের ভারতীয় সংস্করণ বলা হয় একে। যারা জঙ্গল সাফারি ভালোবাসেন তাঁরা এই জায়গা থেকে ঘুরে আসতেই পারেন। কীভাবে যাবেন, কোথায় থাকবেন সেই খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে।

আরও পড়ুনঃ ভিড় থেকে দূরে প্রকৃতির কোলে, রইল ২০০০ টাকায় ঘুরে আসার মত স্বর্গরাজ্যের হদিশ

Mini Amazon Bhitarkanika, Weekend travel destination

উড়িষ্যার কথা শুনলেই আমাদের মাথায় পুরীর জগন্নাথ দেবের মন্দির, সমুদ্র সৈকত কিংবা কোনারকের মন্দিরের কথাই আসে। তবে এখন ভিতরকণিকাও পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন কাটানোর জন্য এখানে ছুটে যান।

আরও পড়ুনঃ চোখ খুললেই পাহাড়-চা বাগান, রইল কলকাতার কাছেই স্বপ্নের মত সুন্দর এক হিল স্টেশনের হদিশ

Mini Amazon Bhitarkanika, Weekend travel destination

উড়িষ্যার পারাদ্বীপ এবং চাঁদিপুরের মাঝখানে অবস্থিত এই ভিতরকণিকা। বৈতরণী এবং ব্রাহ্মণী নদীর মাঝখানের বদ্বীপ দ্বারা গড়ে উঠেছে এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যটি। প্রায় ৬৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অরণ্য বিস্তৃত। উল্লেখ্য, এখানে ১৯৭৫ সালে কুমির সংরক্ষণ শুরু হয়েছিল। ১৯৭৫ সালে ভিতরকণিকা ম্যানগ্রোভকে অভয়ারণ্য বলে ঘোষণা করা হয়।

Mini Amazon Bhitarkanika, Weekend travel destination

সবুজে ঘেরা এই ছবির মতো সুন্দর জায়গায় একবার গেলে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। সাদা কুমির এবং নানান রকমের পাখির কলরবে এখানে কান পাতা মুশকিল। পাশাপাশি ছবি তোলার জন্যেও এই জায়গা একেবারে পারফেক্ট। ভিতরকণিকা যাওয়ার জন্য আপনাকে প্রথমে উড়িষ্যার ভদ্রকে যেতে হবে। সেখান থেকে যেতে হবে চাঁদবালি। এখান থেকে অভয়ারণ্যটি খুব কাছে। আপনি এখানেও থাকতে পারেন। তবে এই ‘মিনি অ্যামাজন’এ একটাই সমস্যা তা হল এখানে ভীষণ মশা। প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে এটুকু সহ্য করতে হবে পর্যটকদের।

site