• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মিঠাইরানী! প্রকাশ্যে বৃন্দাবনে গোপালের সাথে সৌমিতৃষার ভিডিও

Published on:

Mithai Actress Soumitrisha Kundu shares video from Vrindavan

Mithai Soumitrisha Kundu in Vrindavan: জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) যে কৃষ্ণ (Krishna) ঠাকুরের বড় ভক্ত তা কারোর অজানা নয়। অতীতে বহুবার সেকথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেও সেকথা আঁচ করে নিতে কোনও অসুবিধা হয় না। সম্প্রতি রথের আবহে ফের একবার কৃষ্ণ প্রেমে মেতে উঠলেন তিনি।

দেখতে দেখতে এক মাস হতে চলল ‘মিঠাই’ সিরিয়াল শেষ হয়েছে। টানা আড়াই বছর চলার পর ইতি পড়েছে জি বাংলার এই সিরিয়ালে। ‘মিঠাই’ শেষের সঙ্গেই ধারাবাহিকের অনেক কলাকুশলী ঘুরতে চলে গিয়েছে। নায়ক আদৃত রায় যেমন পাহাড়ে ছুটে গিয়েছিলেন। তবে সৌমিতৃষা ঘুরতে যাওয়ার সময় পাননি। আপাতত নিজের প্রথম ছবি ‘প্রধান’র কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu Vrindavan trip

তবে ‘মিঠাই’ শেষের পর ঘুরতে না গেলেও, কয়েক মাস আগে নিজের জন্মদিনের সময় বৃন্দাবন (Vrindavan) গিয়েছিলেন ‘মিঠাই’ নায়িকা। রথ উপলক্ষ্যে সেই সফরের বেশ কিছু ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সৌমিতৃষা।

পর্দার মিঠাইরানীর শেয়ার করা ভিডিওয় কখনও তাঁকে দেখা যাচ্ছে খালি পায়ে ঈশ্বরের দর্শন করতে, কখনও আবার মূর্তির সামনে মাথা নিচু করে প্রণাম করতে। শুধু তাই নয়, গো-ধামে গিয়ে গো-সেবা করতেও দেখা যায় জনপ্রিয় এই টেলি অভিনেত্রীকে।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu with Gopal, Soumitrisha Kundu Vrindavan trip

বৃন্দাবন সফরে নৌকা বিহার থেকে শুরু করে টোটো করে শহর ভ্রমণ- সব কিছুই করেছিলেন সৌমিতৃষা। রথের আবহে সেই সব স্মৃতিতেই ফের একবার ডুব দেন তিনি। উল্টো রথের দিন সশরীরে বৃন্দাবনে উপস্থিত না থাকতে পারলেও, কৃষ্ণ-প্রেমী এই অভিনেত্রী ব্রজ ভূমিকে ঠিক কতখানি মিস করছিলেন তা তাঁর পোস্ট দেখেই বেশ বুঝেছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ গাঁটছড়ার ঋদ্ধির উপযুক্ত পাত্রী রুক্মিণী! শ্রীপর্ণার এন্ট্রির প্রশংসায় পঞ্চমুখ দর্শক

আরও পড়ুনঃ একাধিক প্রেম এলেও কেন আজও অবিবাহিত রয়ে গেলেন সাবিত্রী চ্যাটার্জী!

প্রসঙ্গত, ‘মিঠাই’ শেষ হওয়ার পরেই টলিউডে ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। টলি সুপারস্টার দেবের আগামী সিনেমা ‘প্রধান’এ নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ছোটপর্দা কাঁপানোর পর বড়পর্দাতেও মিঠাইরানী রাজত্ব করতে পারেন কিনা সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥