• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঁটছড়ার ঋদ্ধির উপযুক্ত পাত্রী রুক্মিণী! শ্রীপর্ণার এন্ট্রির হতেই প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

Gantchora serial audience praise Ridhi Rukmini chemistry

শুরু থেকেই টেলিভিশনের পর্দার দারুন জনপ্রিয়তা পেয়েছিল স্টার জলসার (Star Jalsha) এক কালের বেঙ্গল টপার সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)।  তবে প্রধান নায়িকা খড়ির মৃত্যুর সাথে সাথে এই সিরিয়ালের টিআরপি ঠেকেছে একেবারে তলানিতে। তবে দর্শক ফেরাতে নিজেদের প্রাণপাত করে চলেছেন এই সিরিয়ালের নির্মাতারাও।

তাই খড়ির মৃত্যুর পর সবাই যখন ভাবতে বসেছিল গাঁটছড়া সিরিয়ালের সম্প্রচারই শেষ হয়ে যাবে, তখনই  একটা লম্বা লীপ  নেওয়ার পর নতুন প্রজন্মের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের সাথে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ধারাবাহিকের গল্প। সেই সাথে প্রধান নায়ক ঋদ্ধির জীবনে খড়ির শূন্যস্থান পূরণ করতে আনা হয় নতুন নায়িকা বিন্দিকে। যাকে একেবারেই মেনে নিতে পারেননি দর্শকদের একটা বড় অংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,শ্রীপর্ণা রায়,Sriparna Roy,নতুন চরিত্র,New Role,রুক্মিণী সেনগুপ্ত,Rukmini Sengupta,দর্শক,Audience,প্রশংসা,Praise,সোশ্যাল মিডিয়া,Social Media

বিন্দিকে নিয়ে রীতিমতো যাচ্ছে তাইভাবে ট্রোলিং শুরু হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এবার সিরিয়ালের টিআরপি ফেরাতে সদ্য এন্ট্রি নিয়েছেন নতুন নায়িকা রুক্মিণী (Rukmini)। ধারাবাহিকের এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অধি শ্রীপর্ণা রায় (Sriparna Roy)।

কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মুকুট’-এ দোল চরিত্রে দেখা যেত তাঁকে। তবে কিছু ব্যক্তিগত কারণে সমস্যা তৈরি হওয়ায় মাঝপথেই এই সিরিয়ালটি ছেড়ে বেরিয়ে এসেছিলেন শ্রীপর্ণা। তারপরেই  গাঁটছড়াতেই রুক্মিণীর মতো একটা চরিত্রের অফার পাওয়ায় তা আর ফেরান নেই অভিনেত্রী। প্রসঙ্গত এখনও  পর্যন্ত গাঁটছড়া সিরিয়ালে তাঁর অভিনয় দেখে দর্শকদের অনুমান শ্রীপর্ণার অভিনীত চরিত্রটি সম্ভাবত নেগেটিভ চরিত্র হতে চলেছে।

কিন্তু শ্রীপর্ণা আগেই সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি খলনায়িকা হয়ে আসেননি। সেই সাথে দর্শকদের একটা বড় অংশের অনুমান আগামী পর্বে রুক্মিণীকেই হয়তো খড়ি হিসেবে দেখানো হতে পারে। যদিও এ প্রসঙ্গেও শ্রীপর্ণা জানিয়েছিলেন তিনি এই ধারাবাহিকে খড়ি-চরিত্রে অভিনয় করতে আসেননি। তাই শ্রীপর্ণা অভিনীত রুক্মিণী চরিত্রটি নিয়ে ইদানিং দর্শকমহলে বেশ ভালো রকম সাসপেন্স তৈরি হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,শ্রীপর্ণা রায়,Sriparna Roy,নতুন চরিত্র,New Role,রুক্মিণী সেনগুপ্ত,Rukmini Sengupta,দর্শক,Audience,প্রশংসা,Praise,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে মাত্র এই কয়েকটা পর্ব দেখেই দর্শকরা চাইছেন আগামী দিনে রুক্মিনীকেই ঋদ্ধির নায়িকা করে আনা হোক। এই অল্পদিনেই রুক্মিণী আর ঋদ্ধিমান সিংহ রায়ের কেমিস্ট্রি দারুন নজর কেড়েছে দর্শকদের। তাই এই জুটির প্রশংসায় এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘রুক্মিণী চরিত্রটা নেগেটিভ , ঋদ্ধির থেকে কোনো একটা প্রতিশোধ নিতে এসেছে। পরে আস্তে আস্তে প্রেমে পড়বে! কিন্তু যেটা আমার নজরে পড়েছে বেশি সেটা গৌরব শ্রীপর্ণার জুটিটা – ভীষণ Eye-catching , আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥