• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন কিউট তেমনি ট্যালেন্টেড! ভুতু থেকে পটল, রইল টেলিপাড়ার ১০ জনপ্রিয় খুদে শিল্পীর আসল পরিচয়

সিরিয়াল মানেই দর্শকদের বিনোদনের ঠিকানা। সেই কারণেই তো রোজ বিকেল হলেই টিভির সামনে বসে পড়েন তাঁরা। রোজ-রোজ সিরিয়াল (Bengali serial) দেখতে দেখতে ধারাবাহিকের চরিত্রগুলি হয়ে ওঠে দর্শকদের ঘরের সদস্য। আজকের প্রতিবেদনে বাংলার টেলি দুনিয়ার এমন ১০ খুদে শিল্পীর (Child actors) নাম তুলে ধরা হল যারা নিজেদের সহজাত অভিনয় ক্ষমতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।

ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) – জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। সেখানেই মিঠাইয়ের ছেলে ‘শাক্য’র চরিত্রে অভিনয় করছেন ধৃতিষ্মান চক্রবর্তী। বয়সে ছোট হলেও দুর্দান্ত অভিনয়ের প্রতিভা রয়েছে তাঁর। এমনকি জানলে অবাক হবেন জাতীয় স্তরের সুপারস্টার হিসাবে তাঁকে পুরস্কৃত করেছেন খোদ প্রধানমন্ত্রী

   

রক্তিম সামন্ত (Raktim Samanta) – পর্দার গোপালের কিন্তু এই বয়সেই ভালো ফ্যানবেস রয়েছে। ‘ডান্স বাংলা ডান্স’এর খুদে সঞ্চালক হিসেবে প্রথম নজর কেড়েছিলেন রক্তিম। এরপর সুজহ পান ‘গোপাল ভাঁড়’এ। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

Raktim Samanta

আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) – ‘ভুতু’কে কার না মনে আছে! ছোট্ট আর্শিয়া নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। শুধুমাত্র বাংলাতেই নয়, এই শোয়ের হিন্দি রিমেকও তৈরি হয়েছিল। সেখানেও নিজের অভিনয় দক্ষতার প্রদর্শন করেছিলেন আর্শিয়া।

Bhutu

অঙ্কিত মজুমদার (Ankit Mazumder) – আইকনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা একেবারেই সহজ নয়। কিন্তু অঙ্কিত অতি সহজেই সেই কাজ করে দেখিয়েছিলেন। পর্দার খুদে নেতাজির জনপ্রিয়তাও ছিল দেখার মতো।

Ankit Mazumder

ঐশ্বর্য রায় (Aishwarya Roy) – মূক এবং বধির আমলকির চরিত্রে ঐশ্বর্যর অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। এইটুকু বয়সে তিনি যেভাবে এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা দেখে অবাক হওয়া ছাড়া সত্যিই অন্য কোনও উপায় ছিল না। এরপর ঐশ্বর্যকে ‘রানী রাসমণি’ ধারাবাহিকে মা কালীর চরিত্রেও দেখেছেন দর্শকরা।

Aishwarya Roy, Aishwarya Roy Amloki

অরণ্য রায় চৌধুরী (Aranya Roy Chowdhury) – ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে অরণ্যর অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। এই শোয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিলেন তিনি। ‘জয় বাবা লোকনাথ’ ধারবাহিকের টিআরপিও ছিল দেখার মতো।

Aranya Roy Chowdhury

হিয়া দে (Hiya Dey) – ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিয়া দে। এরপর তাঁকে ‘আলো ছায়া’ ধারাবাহিকেও দেখেছেন দর্শকরা। সেখানেও নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হিয়া।

Potol Kumar Gaanwala, Hiya Dey

কৃত্তিকা চক্রবর্তী (Krittika Chakraborty) – ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের ছোট্ট রাখিকে মনে আছে? সেই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশু শিল্পী কৃত্তিকা। ওইটুকু বয়সে তিনি যেভাবে অভিনয় করেছিলেন তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন দর্শকরাও।

Krittika Chakraborty

সুকন্যা চট্টোপাধ্যায় (Sukanya Chatterjee) – ‘নিশির ডাক’ ধারাবাহিকে তারার চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী সুকন্যা। ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন সুকন্যা অনেকটাই ছোট। কিন্তু সেই বয়সেও তিনি যা অভিনয় করেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।

Sukanya Chatterjee

সৌম্যদীপ্ত সাহা (Soumyadipta Saha) – লাড্ডু ওরফে সৌম্যদীপ্ত দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। ‘ওম নমঃ শিবায়’, ‘এবার জমবে মজা’, ‘জামাই রাজা’র মতো বহু জনপ্রিয় শোয়ে তাঁকে দেখেছেন দর্শকরা। এছাড়াও ‘ডান্স ডান্স জুনিয়র’এর সঞ্চালনাও করেছেন পুঁচকে এই অভিনেতা।

Soumyadipta Saha

প্রসঙ্গত, প্রতিনিয়ত যেমন ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছে তেমনি খুদে তারকারাও আসছে। আর বর্তমানে খুদে এই শিল্পীদের অনেকেই বেশ বড় হয়ে গিয়েছে।

site