• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলেও অন্য কারোর সাথে দেখবেন না, ‘Hoichoi’র এই ৬ বাংলা ওয়েব সিরিজ শীতেও গা গরম করে দেবে!

Updated on:

6 Bengali bold web series available on Hoichoi

বর্তমান এই যুগে বিনোদনের মাধ্যম হিসেবে দর্শকমনে রাজত্ব করছে বিভিন্ন ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে বাংলার হইচই (Hoichoi)- একের পর এক ওয়েব সিরিজ, সিনেমা এনে মুগ্ধ করছে সকলকে। রহস্য রোমাঞ্চ থেকে শুরু করে যৌনতা (Bold web series) সব ধরণের কনটেন্ট দেখতে পাওয়া যায় এই ওয়েব প্ল্যাটফর্মগুলিতে।

কনটেন্টের এই বৈচিত্র্যের জন্য দর্শকমহলে ওটিটির জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজকের প্রতিবেদনে বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ৬টি সিরিজের নাম তুলে ধরা হল, যেগুলি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা আদায় করেছে। বোল্ডনেসে ভরপুর এই সিরিজগুলি ঘুম উড়িয়েছে সকলের।

হ্যালো (Hello)- হইচইয়ে সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় সিরিজ হল ‘হ্যালো’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলি সুন্দরী রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার এবং জয় সেনগুপ্ত। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি। একটি এমএমএস কীভাবে নন্দিতার (রাইমা) জীবন ওলটপালট করে দেয় সেই কাহিনীই দর্শিত হয়েছে ‘হ্যালো’তে।

Hello, Hello web series

আরও পড়ুনঃ ভুলেও অন্য কারোর সাথে দেখবেন না, MX Player এর এই ৫ ওয়েব সিরিজ শীতেও গা গরম করে দেবে!

দুপুর ঠাকুরপো (Dupur Thakurpo)- এই সিরিজের হাত ধরে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হইচই প্ল্যাটফর্মটি। এখনও পর্যন্ত ‘দুপুর ঠাকুরপো’র ৩টি সিজন এসেছে। তিন সিজনে তিনজন নায়িকাকে দেখা গিয়েছে। প্রথম সিজনে উমি বৌদি (স্বস্তিকা মুখার্জি), দ্বিতীয় সিজনে ঝুমা বৌদি (মোনালিসা) এবং তৃতীয় সিজনে ফুলওয়া বৌদির (ফ্লোরা সাইনি) কাহিনী দেখানো হয়েছে। একটি বাড়িতে ভাড়া থাকা ৬ ব্যাচেলর ছেলের কাহিনী দেখানো হয়েছে ‘দুপুর ঠাকুরপো’য়।

Dupur Thakurpo, Dupur Thakurpo web series

জাপানি টয় (Japani Toy)- হইচইয়ের আর একটি জনপ্রিয় বোল্ড সিরিজ হল ‘জাপানি টয়’। এই সিরিজের মাধ্যমে সমাজে সেক্স টয় নিয়ে ট্যাবু রয়েছে তা ভাঙার চেষ্টা করা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত, ঈশা সাহা, কৌশিকী গুহর মতো তারকারা।

Japani Toy, Japani Toy web series

মিসম্যাচ (Mismatch)- তালিকায় নাম রয়েছে ‘মিসম্যাচ’রও। দুই কাপলের মধ্যে অদলবদল হয়ে যাওয়ার গল্প দেখানো হয়েছে এই সিরিজে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন র‍্যাচেল হোয়াইট, , রাজদীপ গুপ্ত, পায়েল সরকারের মতো তারকারা। এই সিরিজের হাত ধরেই ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন ইন্দো-আমেরিকান অভিনেত্রী র‍্যাচেল।

Mismatch, Mismatch web series

চরিত্রহীন (Charitraheen)- হইচইয়ের বোল্ড ওয়েব সিরিজের তালিকা তৈরি করা হবে এবং সেখানে ‘চরিত্রহীন’র নাম থাকবে না তা কি হয়! দেবাল ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, নয়না গাঙ্গুলীর মতো তারকারা।

Charitraheen, Charitraheen web series

কামিনী (Kamini)- তালিকার সর্বশেষ নামটি হল ‘কামিনী’র। ঋক বসু পরিচালিত হরর-কমেডি ঘরানার এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী বরখা বিশ্ত।

Kamini, Kamini web series

এই সিরিজে দেখানো হয়েছে, একটি গ্রামে কামিনীকে নিয়ে নানান মিথ রয়েছে। সেই মিথের সঙ্গে জড়িত একটি কেস পেয়ে গ্রামে পা রাখবে প্রাইভেট ডিটেকটিভ সৌম্য এবং অর্ণব। এরপরের নানান ঘটনাবলী নিয়েই তৈরি হয়েছে ‘কামিনী’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥