• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলেও অন্য কারোর সাথে দেখবেন না, MX Player এর এই ৫ ওয়েব সিরিজ শীতেও গা গরম করে দেবে!

Published on:

5 bold web series you can watch on MX Player

বর্তমান এই যুগে বিনোদনের মাধ্যম হিসেবে দর্শকমনে রাজত্ব করছে বিভিন্ন ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে এমএক্স প্লেয়ার (MX Player) একের পর এক ওয়েব সিরিজ, সিনেমা এনে মুগ্ধ করছে সকলকে। রহস্য রোমাঞ্চ থেকে শুরু করে যৌনতা (Bold web series) সব ধরণের কনটেন্ট দেখতে পাওয়া যায় এই ওয়েব প্ল্যাটফর্মগুলিতে। তবে এই ওয়েব সিরিজ কিন্তু শুধুমাত্র বড়দের জন্য।

হ্যালো মিনি (Hello Mini) : লিস্টে প্রথমেই রয়েছে ‘হ্যালো মিনি’ ওয়েব সিরিজ। যেখানে এক যুবতী মেয়ে মিনির কাহিনী দেখানো হয়েছে। কলকাতা থেকে মুম্বাই গিয়ে কেউ একজন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারপর কি হয়? সেটা দেখতে হলে MX Player এ সিরিজটি দেখে নিতে পারেন।

পেয়িং গেস্ট (Paying Guest) : ২০১৭ সালে রিলিজ হওয়া এই ওয়েব সিরিজ আজও অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। ঘরে ভাড়া থাকতে এসে কি করবে এক যুবক? সেই কাহিনী তুলে ধরা হয়েছে এই সিরিজের মধ্যে দিয়ে। যেখানে লাস্য থেকে সাহসী দৃশ্য ভরপুর রয়েছে।

আরও পড়ুনঃ ভুলেও অন্য কারোর সাথে দেখবেন না, ‘Hoichoi’র এই ৬ বাংলা ওয়েব সিরিজ শীতেও গা গরম করে দেবে!

রাত্রি কে যাত্রী (Ratri Ke Yatri) : একটা বা দুটো নয় মোট পাঁচটা ভিন্ন কাহিনী নিয়ে তৈরী এই সিরিজে ইমোশন থেকে ড্রামা তো আছেই তবে যেটা ভরপুর আছে সেটা হল যৌনতা। নিষিদ্ধ পল্লীতে কি ধরণের লোক আসে? রাতের অন্ধকারে কি হয় সেই নিয়েই তৈরী ‘রাত্রি কে যাত্রী’।

বেকাবু (Bekaaboo) : কিভাবে নারীর শরীর পাওয়ার লোভে কন্ট্রোল হারিয়ে ফেলে পুরুষেরা সেটা দেখা যাবে এই ওয়েব সিরিজে। চাইলে এমএক্স প্লেয়ার কিংবা অল্ট বালাজি অ্যাপে এই সিরিজ দেখতে পারেন আপনিও। জানিয়ে রাখি ইটা MX Player এর সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজের মধ্যে অন্যতম একটি।

মাস্তরাম (Mastram) : এক লেখকের কাহিনী নিয়ে তৈরী এই ওয়েব সিরিজ। তবে অন্য বলিউড স্টোরির মোট একেবারেই নয়! বরং শুরু থেকে শেষ বোল্ড দৃশ্যে ভরপুর এই সিরিজ রীতিমত রাতের বেলা গা গরম করে দিয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥