• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবুজে ঘেরা পাহাড়-ঝর্ণা, এবার শীতে কম বাজেটে ঘুরে আসুন ছবির মত সুন্দর এই ৫ অফবিট ডেস্টিনেশন থেকে

বাংলায় ঠান্ডা প্রবেশ করতে শুরু করেছে, সেই সাথে বাঙালির মনে জাগছে ঘুরু ঘুরু করার বাসনা। এই সময় অনেকেই উত্তরবঙ্গ থেকে কাছাকাছির মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্লানিং করতে থাকেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন। তাদের জন্য আজকের প্রতিবেদনের অয়েল ৫টি অফবিট ঘুরতে যাওয়ার জায়গার (5 Offbeat Tourist Destination) হদিশ।

নামচি (Namchi)- সিকিমের দক্ষিণভাগে অবস্থিত নামচিতে গেলে আপনি কাঞ্চঞ্জঙ্ঘার পাশাপাশি আরও অনেক তুষারশৃঙ্গ দেখতে পাবেন। এছাড়া এখানে রক গার্ডেন, সামদ্রুপচের মতো একাধিক জায়গা রয়েছে। ইচ্ছা হলে নামচির জনপ্রিয় ১০৮ ফুট উঁচু শিব মন্দির এবং সাঁই বাবার মন্দিরও ঘুরে দেখতে পারবেন।

   

Namchi, Offbeat location

কসোল (Kasol)- হিমাচল প্রদেশের কুল্লু জেলার এই ছোট্ট শহরটি একেবারে ছবির মতো সুন্দর। গোটা দেশে আস্তে আস্তে কসোলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। আপনি যদি নদী এবং পাহাড়ের মেলবন্ধন দেখতে চান তাহলে কসোল চলে যেতেই পারেন। দৈনিক ১০০০-১২০০ টাকা মতো খরচ হবে।

আরও পড়ুনঃ দীঘার বাজেটে উত্তরবঙ্গ! এবার শীতে ঘুরে আসুন এই মনোরম হিল স্টেশন থেকে, আজীবন মনে থাকবে

Kasol, Offbeat location

আরও পড়ুনঃ বাজেটে ফিট ছুটিও সুপারহিট, এবার শীতেই ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘হ্যাপি ভিলেজ’ থেকে

লুংলেই (Lunglei)- সিনারির মতো সাজানো একটি জায়গা হল মিজোরাম। এখানে অনেক ঘোরার মতো জায়গা রয়েছে। এমনই একটি স্থান হল লুংলেই। পাহাড়ি গ্রামের নাম শুনলেই আমাদের সামনে যে মনোরম ছবি ভেসে ওঠে, লুংলেই পুরো তেমনই দেখতে। পকেটে ৪০০০-৭০০০ টাকা থাকলেই এখানে থাকা-খাওয়া এবং ঘোরা হয়ে যাবে।

Lunglei, Offbeat location

শ্রীখোলা (Srikhola)- পাহাড় ঘেরা কোনও নিরিবিলি গ্রামে যদি কয়েকটা দিন কাটাতে চান তাহলে শ্রীখোলা চলে যেতে পারেন। দার্জিলিং থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না।

Srikhola, Offbeat location

পঞ্চগনি (Panchgani)- কলকাতার প্যাচপ্যাচে গরমে বিরক্ত হয়ে কয়েকটা দিন যদি একটু পাহাড়ের খোলা হাওয়ায় কাটাতে চান তাহলে পঞ্চগনি যেতেই পারেন। মহারাষ্ট্রের এই পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা আস্তে আস্তে ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে।

Panchgani, Offbeat location

মুম্বইয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত পাহাড়ে ঘেরা পঞ্চগনি। জনপ্রিয় মহাবালেশ্বর থেকে মাত্র আধ ঘণ্টা দূরে অবস্থিত এখানে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন।

site