• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোহিনী অতীত, এই টেলি নায়িকার সঙ্গে প্রেম করছেন ‘গুড্ডি’র রণজয়! পরিচয়টা চমকে দিতে বাধ্য

Published on:

Guddi serial Anuj AKA Ranojoy Bisnu is reportedly dating this Bengali serial actress

স্টার জলসার চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালে (Serial) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। একই ধারাবাহিকে তিনটি ভিন্ন চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। শুরুতে অনুজ (Anuj) চরিত্রে অভিনয় করছিলেন রণজয়। সেই চরিত্রের মৃত্যুর পর এখন অঙ্কুশ এবং ঋতুরাজের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

একইসঙ্গে যুবক এবং বৃদ্ধের চরিত্রে অভিনয় করে দর্শকদের রোজ তাক লাগিয়ে দিচ্ছেন রণজয়। যদিও আজকের প্রতিবেদনটি অভিনেতার কর্মজীবন নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে। কারণ সম্প্রতি নিজের প্রেম জীবনের (Relationship) জন্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা।

Ranojoy Bishnu, Ranojoy Bishnu girlfriend, Ranojoy Bishnu relationship

‘গুড্ডি’র অনুজ তথা রণজয় যে একসময় টলি অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম করতেন তা কারোর অজানা নয়। সমাজমাধ্যমে প্রায়ই মাখোমাখো ছবি শেয়ার করতেন দুই তারকা। তবে সেই প্রেম ভেঙেছে বেশ অনেকটা সময় হয়ে গেল। এরপর রণজয় কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তা জানার জন্য আগ্রহী সকলে।

‘গুড্ডি’ ধারাবাহিকে একাধিকবার বিয়ে করেছেন রণজয়। অনুজ হিসেবে গুড্ডি এবং শিরিনকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ঋতুরাজ হিসেবে ঋতাভরীকে এবং অঙ্কুশ হিসেবে আবার গুড্ডিকে বিয়ে করেন তিনি। সব মিলিয়ে একটি সিরিয়ালেই প্রায় ৪-৫বার বিয়ে করে ফেলেছেন রণজয়। কিন্তু বাস্তবে কাকে মন দিয়েছেন অভিনেতা?

Ranojoy Bishnu and Shyamoupti Mudly, Ranojoy Bishnu girlfriend

এখন গুঞ্জন শোনা যাচ্ছে, পর্দার ‘গুড্ডি’ তথা অভিনেত্রী (Bengali Serial Actress) শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly) সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে রণজয়ের । দুই তারকার বন্ধুত্বও বেশ গাঢ় হয়ে উঠেছে। তাহলে কি পর্দার মতো বাস্তবেও জুটি বাঁধতে চলেছেন গুড্ডি আর অনুজ? এই প্রশ্নই উঁকি দিয়েছে সকলের মনে।

রণজয়-শ্যামৌপ্তির প্রেমের গুঞ্জন শোনা গেলেও দুই তারকার কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তাই স্বাভাবিকভাবেই তাঁরা প্রেম করছেন কিনা তা জানার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। সব মিলিয়ে, পর্দার অনুজ তথা রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে যে বেশ আগ্রহ রয়েছে তা কিন্তু পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥