যতই ধামাকাদার পর্ব হোক, সিরিয়ালের (Bengali Serial) আসল জনপ্রিয়তার হিসেবে আসে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) থেকেই। জি বাংলা হোক বা ষ্টার জলসা, মেগা সিরিয়াল কতজন দেখেন সেটারই রেজাল্ট প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। এবছরের শুরু থেকেই টিআরপি তালিকায় উথাল পাতাল দেখা গিয়েছে। সেই ধারা বজায় রাখল আজকের নতুন TRP লিস্ট।
বছরের শুরুতেই ধামাকা করেছিল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu), কিন্তু এবার আর সেই ম্যাজিক চলছে না। সন্দেহবাতিক বাবুউউর মায়ের ছেলে সৃজন এই ভালো তো এই বিগড়ে যায়। এতকিছুর পরেও সামান্য ফটোশুট নিয়ে ছিল আপত্তি, আর যাও বা হল, ইশার শয়তানীতেও তা নিয়েও বাঁধলো ঝামেলা। তবে এসপ্তাহে কিন্তু সেরা তিনেও নেই নিম ফুলের মধু। যার অর্থ একটাই এই একঘেয়ে ট্র্যাক আর পছন্দ করছে না কেউই।
এদিকে একসময় প্রতিবার বেঙ্গল টপার হলেও বিগত কয়েক সপ্তাহ সেরা পাঁচেও দেখা মিলছিল না সূর্য-দীপার। হ্যাঁ ষ্টার জলসার অনুরাগের ছোঁয়ার টিআরপি আগের থেকে অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার রুপা মৃত্যুর মুখ থেকে ফিরতেই আবারও বাড়ছে জনপ্রিয়তা। যার ফলস্বরূপ সেরা পাঁচে রয়েছে অনুরাগের ছোঁয়া।
আরও পড়ুনঃ শেষ থেকেই শুরু হবে মেঘ-নীলের প্রেমকাহিনী? মোড় ঘোরানো প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের
এবার প্রশ্ন হল এসপ্তাহের বেঙ্গল টপার তাহলে কে? আশাকরি দর্শকদের কিছুটা আন্দাজ করতেই পেরেছেন। হ্যাঁ এসপ্তাহেও বাংলার সেরা সিরিয়াল জগদ্ধাত্রী। ডেড বডি সেজে সবার চোখে ধুলো দিয়ে ৯.১ পয়েন্ট নিয়ে সবাইকে পিছনে ফেলেছে জ্যাস সান্ন্যাল। এর ঠিক পরেই ৮.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি।
তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা LLB’, অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করে গীতা। তাই কোনো কিছুতেই তাকে দমানো যাবে না। নিজের দিদির অপরাধীকে স্বামীকেও সে ছাড়তে নারাজ। এসপ্তাহে ৮.১ পয়েন্ট রয়েছে ‘গীতা LLB’ এর ঝুলিতে। চলুন এবার দেখে নেওয়া যাক TRP এর নিরিখে বাংলা সিরিয়ালের সেরা দশ ধারাবাহিকের তালিকা।
আরও পড়ুনঃ ৪০ পেরিয়েও অষ্টাদশী, কিভাবে যৌবন ধরে রেখেছেন কোয়েল মল্লিক? ফাঁস হল বিউটি সিক্রেট
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
জগদ্ধাত্রী – ৯.১ প্রথম
ফুলকি – ৮.২ দ্বিতীয়
গীতা LLB – ৮.১ তৃতীয়
নিম ফুলের মধু – ৮.০
অনুরাগের ছোঁয়া – ৭.৫
কার কাছে কই মনের কথা, কোন গোপনে মনের কথা – ৭.০
সন্ধ্যাতারা, Love বিয়ে আজকাল – ৬.৮
তোমাদের রাণী – ৬.৭
জল থই থই ভালোবাসা – ৬.৫
তুমি আশেপাশে থাকলে – ৬.২