• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরিজিৎ-বাদশাদের দাপটে এখন বলিউডে কাজ পান না জুবিন গর্গ! সাক্ষাৎকারে মুখ খুললেন গায়ক

বলিউডে (Bollywood) গান গাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় হাতেগোনা কয়েকজন সঙ্গীতশিল্পীর (Singer)। এমনই একজন সঙ্গীতশিল্পী হলেন জুবিন গর্গ (Zubeen Garg)। তিনি যে কত আইকনিক গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। একসময় জুবিন ছাড়া অসম্পূর্ণ থাকতো শ্রোতাদের প্লে-লিস্ট। কিন্তু এখন সেই গায়কই নাকি কাজ পাচ্ছেন না। সম্প্রতি সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খোলেন জুবিন নিজে।

অসমের ছেলে জুবিন নিজের কেরিয়ারে বলিউডের পাশাপাশি, বাংলা এবং অসমিয়া গান গেয়েছেন। বি টাউনে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ‘গদ্দার’ ছবির ‘বেটা আপনি মা সে’ গানটি গেয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘ইয়া আলি’ থেকে শুরু করে বাংলার ‘মন মানে না’ হয়ে ‘তেরা চেহরা’- প্রচুর আইকনিক গান গেয়েছেন তিনি।

   

Zubeen Garg, Zubeen Garg interview

কিন্তু সাম্প্রতিক অতীতে জুবিনকে নিয়ে চর্চা অবশ্য তাঁর গান নিয়ে নয়, বরং বিতর্কের জন্য হয়েছে। গত বছর যেমন গায়কের একটি স্টেজ পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। তা দেখে কেউ দাবি করেছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। কারোর আবার দাবি ছিল, গায়ক অসুস্থ ছিলেন। জুবিন নিজে এসব বিষয়ে কী বলছেন?

সম্প্রতি টিভি৯ বাংলার কাছে সবকিছু নিয়ে মুখ খোলেন জুবিন। গায়ককে জিজ্ঞেস করা হয়, তাঁকে এখন আর বলিউডে কেন দেখা যায় না? জবাবে তিনি সাফ বলেন, ‘আমি বলিউডকে পছন্দ করি না’। এরপর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি পাহাড়ের মানুষ। ওই রকম কংক্রিটের জীবন আমার চাই না। বলিউডে কাজ করলে মুম্বইয়ে থাকতে হবে। আর সেখানে থাকা মানে অর্ধেক জীবন তো ট্র্যাফিকেই কেটে যাবে’।

Zubeen Garg, Zubeen Garg interview

জুবিনের সংযোজন, ‘এর থেকে অনেক ভালো পাহাড়ে থাকি আমি, নদীর গন্ধ নিই, মাছ খাই আর মাটির কাছে থাকি। আমি একটু অন্য রকম মানুষ। আমার বেশ কিছু দায়িত্ব রয়েছে’। এরপর গায়ককে কাজ না পাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, ‘এসব কথা বললে আমার কিছু যায় আসে না। আমি ওখানে (অসমে) রাজার মতো থাকি’।

সবশেষে গত বছরের স্টেজ পারফরম্যান্সে হওয়া বিতর্ক নিয়ে জুবিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি বিতর্কের মানুষ। ইচ্ছে না করলে আমি গান করি না, আবার ইচ্ছে হলে গান গাই। আমার নিজের কোনও সীমা নেই, তাই যা তা করি। আমি পাখির মতো উড়ি… সেই ফিনিক্স পাখির মতো’।