গত সপ্তাহের টিআরপি লিস্টে বড়সড় ধাক্কা খেয়েছে জি বাংলার একাধিক সিরিয়াল। স্টার জলসার একাধিক নতুন সিরিয়ালের মোচড়ে প্রথম স্থান থেকে এক ধাক্কায় পঞ্চম স্থানে চলে এসেছে জি বাংলার বেঙ্গল টপার ‘মিঠাই’ (Mithai) সিরিয়াল। তাই ফের একবার টিআরপি চার্টে নিজেদের জায়গা দখল করতে দর্শকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ মেটাতে নড়ে চড়ে বসেছে চ্যানেল কর্তৃপক্ষ।
এরইমধ্যে গতকাল রাতেই প্রকাশ্যে এসেছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল ‘গৌরী এল’ (Gauri Elo) -র প্রোমো। আর এই নতুন সিরিয়ালের প্রোমো দেখে দর্শকরাও বলা শুরু করেছেন ‘পিলু’ আর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর পর টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া জি বাংলার নতুন বাজি হতে চলেছে ‘গৌরী এলো’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রোমো। যা দেখে এখন থেকেই রীতিমতো উচ্ছসিত ভক্তরা।
গৌরী এলো-র প্রোমো আসতেই দেখা মিলল এক ঝাঁক পরিচিত অভিনেতা অভিনেত্রীর। তবে গৌরী অর্থাৎ প্রধান নায়িকার ভূমিকায় যাকে দেখা গেল তার মুখ দেখে চেনা চেনা লাগলেও অনেকেই চিনে উঠতে পারছেন না আসলে কে তিনি। প্রসঙ্গত এই নবাগতা নায়িকা আর কেউ নন, তিনি হলেন জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগি মোহনা মাইতি (Mohana Maiti)।
পিলু সিরিয়ালের নায়িকা মেঘা দাঁ-এর পর এবার ডান্স বাংলা ডান্স-এর আরও এক প্রতিযোগীকে টিভির পর্দায় প্রধান নায়িকার চরিত্রে দেখতে চলেছেন দর্শক। সিরিয়ালের নায়কের দেখা যাবে টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য এর আগে তিনি ‘দুর্গা দূর্গেশ্বরী’তে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে একধিক জনপ্রিয় অভিনেতা -অভিনেত্রীদের।
খলনায়িকার চরিত্রে থাকছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায়, এবং দ্বৈপায়ন দাসের মতো অভিনেতারা।এখনও পর্যন্ত যা খবর এই সিরিয়ালটি তৈরি হচ্ছে ‘ক্রেজি আইডিয়াস মিডিয়াজ’-এর অধীনে। অর্থাৎ জনপ্রিয় পরিচালক-প্রযোজক স্বর্নেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থার অধীনে। এই মুহুর্তে তাঁরই প্রযোজনায় ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল দেখছেন দর্শকরা।
View this post on Instagram