• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলায় আসছে শ্রীময়ীর নতুন সিরিয়াল ‘বৌমা দশকর্মা’! চিন্তার ভাঁজ মিঠাই ভক্তদের কপালে

অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখন একের পর এক আসছে নতুন সিরিয়াল। প্রায় প্রতি মাসেই একঝাঁক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি।

ইদানিং টেলিভিশনের পর্দায় নিত্য নতুন সিরিয়াল শুরু হওয়াটা একপ্রকার নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। স্টার জলসা হোক কিংবা জি বাংলা অথবা অন্যান্য বিনোদনমূলক চ্যানেল সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই দৃশ্য। যার কোপ গিয়ে পড়ছে অন্যান্য নতুন সিরিয়ালের ওপর। তাই নতুনকে জায়গা দিতে কখনও  সিরিয়ালের সময় পরিবর্তন হচ্ছে আবার কখনও একেবারে শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল।

   

Akash ath's bengali serial Kanchi goes air off

 এখনকার দিনে যেকোনো সিরিয়ালেরই মেয়াদ খুবই অল্প সময়ের। দর্শকমহলে ভালো রকমের জনপ্রিয়তা থাকা সত্বেও নিত্যনতুন সিরিয়ালের ধাক্কায় এখন বন্ধের মুখে একাধিক জনপ্রিয় সব সিরিয়াল। যার অন্যতম উদাহরণ জি বাংলার একাধিক সিরিয়াল। একমাসের মধ্যেই এই চ্যানেলে শুরু হয়েছে একাধিক সিরিয়াল।
মিঠাই,Mithai,বৌমা দশকর্মা,Bouma Dashakarma,নতুন সিরিয়াল,New Serial,সোশ্যাল মিডিয়া,Social Media
ইতিমধ্যেই শেষ হয়েছে এই চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল পিলু। বিদায় নিয়েছে রহস্য রোমাঞ্চে মোড়া ভিন্ন স্বাদের সিরিয়াল ‘লালকুঠি’। এছাড়াও প্রায় শেষের পথে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘উড়ন তুবড়ি’র মতো সিরিয়াল। বদলে জায়গা করে নিতে চলেছে স্বস্তিকা দত্তের নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া ‘ এবং শ্রুতি দাসের ‘রাঙা বৌ’।

Mithai Serial Ucchabebu Mithi

প্রসঙ্গত ইদানিং জি বাংলার নতুন সিরিয়াল আসলেই চিন্তার ভাঁজ পড়ে মিঠাই ভক্তদের কপালে। তবে ওপরে উল্লিখিত দুই সিরিয়ালের জন্য যে দর্শকদের প্রিয় মিঠাইয়ের ওপর কোনো কোপ পড়বে একথা একপ্রকার নিচিত। কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে জি বাংলায় আসছে আরও এক নতুন সিরিয়াল ‘বৌমা দশকর্মা’।

Zee Bangla's upcoming new Serial Bouma Dashakarma

আসলে সম্প্রতি এক সিরিয়ালপ্রেমী দর্শক লিখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন ‘জি বাংলায় আসছে নতুন মহিলাভিত্তিক ধারাবাহিক “বৌমা দশকর্মা”, মুখ্য ভূমিকায় থাকবেন শ্রীময়ীর মিঠুদি – শর্মিলা দাস’। অর্থাৎ আসছে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারের নতুন সিরিয়াল। কিন্তু একথা কতখানি সত্যি তা নিয়ে বেশ সন্দেহ আছে। তাই জনৈক ওই নেটিজেন মশকরা করে বলেছেন নাকি সত্যি সেটা এখনও স্পষ্ট নয়।

site