অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখন একের পর এক আসছে নতুন সিরিয়াল। প্রায় প্রতি মাসেই একঝাঁক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি।
ইদানিং টেলিভিশনের পর্দায় নিত্য নতুন সিরিয়াল শুরু হওয়াটা একপ্রকার নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। স্টার জলসা হোক কিংবা জি বাংলা অথবা অন্যান্য বিনোদনমূলক চ্যানেল সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই দৃশ্য। যার কোপ গিয়ে পড়ছে অন্যান্য নতুন সিরিয়ালের ওপর। তাই নতুনকে জায়গা দিতে কখনও সিরিয়ালের সময় পরিবর্তন হচ্ছে আবার কখনও একেবারে শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল।
প্রসঙ্গত ইদানিং জি বাংলার নতুন সিরিয়াল আসলেই চিন্তার ভাঁজ পড়ে মিঠাই ভক্তদের কপালে। তবে ওপরে উল্লিখিত দুই সিরিয়ালের জন্য যে দর্শকদের প্রিয় মিঠাইয়ের ওপর কোনো কোপ পড়বে একথা একপ্রকার নিচিত। কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে জি বাংলায় আসছে আরও এক নতুন সিরিয়াল ‘বৌমা দশকর্মা’।
আসলে সম্প্রতি এক সিরিয়ালপ্রেমী দর্শক লিখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন ‘জি বাংলায় আসছে নতুন মহিলাভিত্তিক ধারাবাহিক “বৌমা দশকর্মা”, মুখ্য ভূমিকায় থাকবেন শ্রীময়ীর মিঠুদি – শর্মিলা দাস’। অর্থাৎ আসছে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারের নতুন সিরিয়াল। কিন্তু একথা কতখানি সত্যি তা নিয়ে বেশ সন্দেহ আছে। তাই জনৈক ওই নেটিজেন মশকরা করে বলেছেন নাকি সত্যি সেটা এখনও স্পষ্ট নয়।