• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনদের জেরে পুরোনোদের ঘাড়ে কোপ! রাতারাতি পাল্টে গেল জি বাংলার এই সিরিয়ালগুলির টাইম স্লট

বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই টিভির পর্দায় শুরু হয়ে যায় একের পর এক সিরিয়াল। তবে এখনকার দিনে সমস্ত বিনোদনমূলক চ্যানেলগুলোতেই একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। যার ফলে টিআরপি-র লড়াইয়ে এগিয়ে থাকতে প্রায় প্রতিমাসেই নিত্য নতুন সিরিয়াল (New Serial) শুরু হওয়াটা একপ্রকার জল-ভাতে পরিণত হয়েছে। স্টার জলসা হোক কিংবা জি বাংলা  (Zee Bangla)অথবা অন্যান্য বিনোদনমূলক চ্যানেল সব ক্ষেত্রেই ধুম পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের।

যার কোপ গিয়ে পড়ছে অন্যান্য সিরিয়ালের ওপর। তাই কখনও  সিরিয়ালের সময় পরিবর্তন হচ্ছে আবার কখনও একেবারে শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল। কারণ দিনের শেষে সিরিয়াল মানেও এক ধরনের ব্যবসা। আর এক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। তাই টি আর পি তালিকায় দিনের পর দিন পিছিয়ে পড়লে কোন কিছু না ভেবেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে কাঁচি  চালানো হচ্ছে সেই সিরিয়ালের ওপরেও। নতুন পুরোনো ধোপে টিকছে কোনো সিরিয়ালই।

   

Bengali Serial,বাংলা সিরিয়াল,New Time,নতুন সময়,New Serial,নতুন সিরিয়াল,Zee Bangla,জি বাংলা

যার ফলে স্বাভাবিক নিয়মেই নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হচ্ছে পুরোনো কে। যার ফলে জি বাংলার পর্দায় ইতিমধ্যেই শেষ হয়েছে ‘পিলু’,’লালকুঠি’,’এই পথ যদি না শেষ হয়’, এর মতো অন্যতম জনপ্রিয় সব সিরিয়াল। এছাড়া প্রায় শেষের মুখে এই চ্যানেলের আরও দুটি সিরিয়াল ‘উড়োন তুবড়ি’ আর ‘বোধিসত্বের বোধবুদ্ধি’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,New Time,নতুন সময়,New Serial,নতুন সিরিয়াল,Zee Bangla,জি বাংলা

এর ফলে বদলে গিয়েছে জি বাংলার বেশ কিছু পুরোনো সিরিয়ালের টাইম স্লট। যার ফলে দর্শকদের অনেকেই পছন্দের সিরিয়াল কোন সময়ে দেখা যাচ্ছে তা বুঝতে পারছেন না। দেখে নেওয়া যাক জি বাংলার এখনকার সিরিয়ালগুলোর সম্প্রচারের নতুন সময় (New Time)। নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ আসায় জায়গা ছাড়তে হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইকে। এখন এই সিরিয়াল সম্প্রচারিত হয় সন্ধ্যা ৬ টা থেকে।

Lokkhi Kakima Superstar upcoming track goes viral

আর তারপরের স্লটেই অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচারিত হচ্ছে ‘খেলনা বাড়ি’। সাতটার সময় আসছে এই চ্যানেলের বেঙ্গল টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। তারপর সাড়ে সাতটার সময় দেখা যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’। ঠাকুর দেবতা নিয়ে আজগুবি গল্প দেখানোয় এই সিরিয়ালের টি আর পি থেকেছে তলানিতে। আর আর রাট আটটার প্রাইম টাইমে দেখানো হচ্ছে জবা অভিনেত্রী পল্লবী শর্মার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। সাড়ে আটটায় ফুল অন এনার্জি নিয়ে আসছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। যদিও আগামী ১৯ ডিসেম্বর থেকে এই সিরিয়ালের শ্লট ছিনিয়ে নেবে শ্রুতি দাসের নতুন সিরিয়াল ‘রাঙা বউ।

Mon Dite Chai promo, Mon Dite Chai

অন্যদিকে এর পরের স্লটে অর্থাৎ রাট ৯ তার স্লটে দেখা যাচ্ছে যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতার নতু সিরিয়াল ‘সোহাগ জল’। তারপরেই রাট সাড়ে ৯ তার স্লটে আসছে রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্তের একেবারে নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। তবে এখন রাট ১০টায় ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ দেখা গেলেও আগামী ১৯ ডিসেম্বর থেকে দেখা যাবে লক্ষ্মীকাকিমা সুপারস্টার। আর তার পরের স্লটে আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে ঋত্বিক মুখোপাধ্যায় আর অরুণিমা হালদারের ‘মন দিতে চাই’।