• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ মাসেই লালবাতি! প্রকাশ্যে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে একের পর এক নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে। স্টার জলসা এবং জি বাংলা (Zee Bangla) যেন নতুন ধারাবাহিক আনার এক অদৃশ্য লড়াইয়ে নেমেছে! এরফলে কপাল পুড়ছে পুরনো জনপ্রিয় সিরিয়ালগুলির। সম্প্রতি যেমন প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন মেগা ‘মুকুট’ (Zee Bangla) সম্প্রচার শুরুর দিনক্ষণ। সেই সঙ্গেই কপালে পুড়েছে পুরনো একটি জনপ্রিয় ধারাবাহিকের।

শ্রাবণী ভুঁইয়া, শ্রীপর্ণা মিত্র, অর্ঘ্য মিত্র অভিনীত ‘মুকুট’এর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই প্রমাণ গুনছিলেন দর্শকরা। নতুন এই মেগা কোন ধারাবাহিকের জায়গা নেবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। সেই সঙ্গেই প্রত্যেকে ভয় পাচ্ছিলেন তাঁদের পছন্দের সিরিয়াল শেষ হয়ে যাবে কিনা সেই বিষয়ে। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে জি বাংলার তরফ থেকে ঘোষণা করা হল ‘মুকুট’ শুরুর দিনক্ষণ।

   

Shrabani Bhunia Mukut Argha Mitra, Mukut serial, Mukut slot announced

সোমবার, সপ্তাহের শুরুতেই জি বাংলার তরফ থেকে জানানো হয়, চলতি মাসের শেষ থেকেই ‘মুকুট’এর সম্প্রচার শুরু হবে। আগামী ২৭ মার্চ থেকে সোম-শুক্র টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই সিরিয়াল। রাত ৯:৩০টার স্লটে দেখতে পাবেন ‘মুকুট’। অর্থাৎ শ্রাবণী-শ্রীপর্ণার সিরিয়াল স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহার ‘তোমার খোলা হাওয়া’র (Tomar Khola Hawa) স্থান নিয়েছে।

Tomar Khola Hawa, Tomar Khola Hawa slot changed

গত বছরের শেষের দিকে, ১২ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছিল ‘তোমার খোলা হাওয়া’র। স্বস্তিকার কামব্যাক সিরিয়াল সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকমনে। টিআরপি তালিকাতেও কোনও চমক দেখাতে পারেনি ‘তোমার খোলা হাওয়া’। অবশেষে স্বস্তিকার ধারাবাহিককে সরিয়ে সেই স্থান নিয়ে নিল ‘মুকুট’। তবে এখানে রয়েছে একটি বড় চমক। জানা যাচ্ছে, স্লট হারালেও ‘তোমার খোলা হাওয়া’ নয়, বরং বন্ধ হচ্ছে জি বাংলার অন্য একটি নতুন ধারাবাহিক।

Sohag Jol, Sohag Jol last telecast date

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টিআরপি তালিকায় চমক না দেখাতে পারলেও ‘তোমার খোলা হাওয়া’ এখনই শেষ হচ্ছে না। বরং ধারাবাহিকটির সময় আধ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হচ্ছে। পথচলা শেষ হয়ে যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি  বাফনা অভিনীত ‘সোহাগ জল’এর (Sohag Jol)। যদিও এই বিষয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রাবণী-শ্রীপর্ণার নতুন ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পর একদিকে যেমন তাঁদের অনুরাগীরা খুশি হয়েছেন, তেমনই আবার চিন্তায়ও পড়েছেন। কারণ ‘মুকুট’এর প্রতিপক্ষ হচ্ছে একাধিকবার বেঙ্গল টপার হওয়া ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার সামনে শ্রাবণীর নতুন ধারাবাহিক টিকতে পারবে নাকি পরিণতি হবে ‘মাধবীলতা’র মতো আপাতত সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

site