সাম্প্রতিক অতীতে স্টার জলসা এবং জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের (Serial) পথচলা শুরু হয়েছে। এমনই একটি নতুন সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জি বাংলা পর্দায় রোজ সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হয় এই সিরিয়াল। শুরু হয়েছে মাত্র কয়েকমাস হয়েছে। তবে এর মধ্যেই দর্শকমনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল।
‘জগদ্ধাত্রী’র নিয়মিত দর্শকরা জানেন, গোয়েন্দা জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভূকে ঘিরে আবর্তিত হয় সিরিয়ালের কাহিনী। কূটকচালি-পরকীয়ার ভিড়ে জি বাংলার এই ভিন্ন স্বাদের সিরিয়াল বেশ ভালোলেগেছিল দর্শকদের। অনেকেই ভেবেছিলেন, ‘গোয়েন্দা গিন্নি’র মতো হবে ‘জগদ্ধাত্রী’ও। কিন্তু এবার আস্তে আস্তে গোয়েন্দাকেন্দ্রিক এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে খানিক বিরক্তি দেখা যাচ্ছে।
জি বাংলার এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জি। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূর রসায়ন অল্প সময়েই দর্শকদের এত ভালো লেগে গিয়েছে যে তাঁরা এই বছর ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কারও জিতে নিয়েছে।
জগদ্ধাত্রী তথা জ্যাস এবং স্বয়ম্ভূ দু’জনেই পুলিশের স্পেশ্যাল ফোর্সের অফিসার। অপরাধীদের শাস্তি দিতে তাঁরা নিজের প্রাণের তোয়াক্কাও করেন না। এই জন্য বহুবার সমস্যাতেও পড়তে হয়েছে তাঁদের। শুরুর দিকে জ্যাস এবং স্বয়ম্ভূর এই ‘ডেয়ারিং’ স্বভাব দর্শকদের ভালোলাগলেও এখন অনেকেই বিরক্ত হয়ে গিয়েছেন।
‘জগদ্ধাত্রী’র নিয়মিত দর্শকরা জানেন, ভিলেন উৎসব হাজার একটা বদমায়েশি করলেও তাঁকে কিছুতেই ধরতে পারছে না জগদ্ধাত্রী। বহুবার তাঁকে ধরার অনেকটা কাছাকাছি চলে এসেও ব্যর্থ হয়েছে জগদ্ধাত্রী। আর তা নিয়েই বেশ চটে গিয়েছেন দর্শকদের একাংশ।
সম্প্রতি যেমন একজন নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘জগদ্ধাত্রী’ আমি জীবনে দেখিনি এবং কোনোদিন দেখবও না। দরকার হলে সোনি আটে CID দেখব। কেন যে বেঙ্গল টপার হতো কে জানে?’ ‘জগদ্ধাত্রী’র ভক্তরাও কিন্তু চুপ নেই। তাঁরা আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, নিশ্চয়ই ‘মিঠাই’ ফ্যান সেই জন্য ‘জগদ্ধাত্রী’র উন্নতি সহ্য করতে পারছে না।