• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের ভালোবাসায় পেরোল ১০০ পর্ব, সেলিব্রেশনে মাতল টিম ‘জগদ্ধাত্রী’, রইল পার্টির ভাইরাল ভিডিও

Published on:

Zee Bangla Jagaddhatri Serial Completes 100 Episodes

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুরু হয়েছে মাত্র কয়েক মাস হলেও এই ধারাবাহিকটির জনপ্রিয়তা দেখার মতো। ইতিমধ্যেই বেঙ্গল টপারও হয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। এবার সেই ধারাবাহিকের সেটেই উৎসব-উৎসব আবহ।

উৎসব হওয়ার মতোই ব্যাপার অবশ্য। কারণ সম্প্রতি ১০০ পর্বের (100 episodes) মাইলস্টোন ছুঁয়েছে জি বাংলার এই ধারাবাহিকটি। এখন যেখানে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর সিরিয়াল, সেখানে গত কয়েক মাসে ‘জগদ্ধাত্রী’ দর্শকদের থেকে যেমন ভালোবাসা পেয়েছে তা সত্যিই দেখার মতো।

Jagddhatri serial

জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই মুহূর্তে টিআরপি তালিকায় শীর্ষস্থানও এই ধারাবাহিকের দখলেই রয়েছে। স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রীকে নিয়েই তৈরি গল্প। শুরুর দিকে সিরিয়ালের কাহিনী দর্শকদের একাংশের মনে অভিযোগ থাকলেও গল্প যতই এগিয়েছে ততই মুগ্ধ হয়েছেন তাঁরা।

নবাগতা হলেও নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন অঙ্কিতা। দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন তিনি। জগদ্ধাত্রী হোক বা জ্যাস- সবেতেই অনবদ্য তিনি। তাই দেখতে দেখতে ১০০ পর্বও পার করে ফেলল সিরিয়ালটি।

Jagddhatri serial

স্বাভাবিকভাবেই ‘জগদ্ধাত্রী’ এত বড় মাইলস্টোন অতিক্রম করায় প্রচণ্ড খুশি সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা। তাই সিরিয়ালের সেটেই কেক কেটে উদযাপনে মেতেছিলেন জগদ্ধাত্রী, স্বয়ম্ভু-সহ প্রত্যেকে। জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা অর্থাৎ ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কৌশিকী সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

রূপসা ক্যাপশনে লিখেছেন, ‘জগদ্ধাত্রী আজ ১০০ পর্বে পা দিলো। সবটাই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা’। এই ক্যাপশনের সঙ্গেই যোগ করেছেন হাত জোর করে নমস্কারের একটি ইমোজিও। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, তিনিই ‘জগদ্ধাত্রী’র ১০০ পর্ব স্পেশ্যাল কেকটি কাটেন। যদিও সেটি কাউকে খাওয়াননি পর্দার কৌশিকী। বরং দর্শকদের সেটি ডেডিকেট করেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥