• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গৌরী এলো’য় মোহনার নতুন লুক দেখে নেটপাড়ায় শুরু ট্রোলিং, মৃত্যুর পথ বেছে নিতে যাচ্ছে গৌরী!

Published on:

Zee Bangla’s Gouri Elo Gouri AKA Mohona Maity trolled for her new look in serial

এই মুহূর্তে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity)। গৌরীর (Gouri) চরিত্রে দর্শকদের দারুণ পছন্দ তাঁর অভিনয়। যদিও শুধু প্রশংসাই নয়, এই সিরিয়ালের জন্য বহুবার ট্রোলও (Trolled) হতে হয়েছে অভিনেত্রীকে।

‘গৌরী এলো’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের নায়ক-নায়িকা ঈশান এবং গৌরীকে মহাদেব এবং পার্বতীর অংশ হিসেবে দেখানো হচ্ছে। ধারাবাহিকের কাহিনীও দেব-দেবীদের সঙ্গে সংযুক্ত। কখনও দেখানো হয় ঈশানের জ্বর আসায় শিবলিঙ্গও হঠাৎ করে গরম হয়ে যায়। এরপর গৌরী শিবলিঙ্গে জল ঢালার পর ঈশানেরও জ্বর কমতে থাকে।

Gouri Elo , Ishan and Gouri

জি বাংলার এই ধারাবাহিকের নায়ক ঈশানের বহুবার প্রাণ সংশয় হয়েছে। তবে প্রত্যেকবার তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে গৌরী। তবে এবার গৌরী তাঁর মহাদেব অর্থাৎ ঈশানকে আর ফিরিয়ে আনতে পারেনি। মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। স্বামীর মৃত্যুর পর বিধবাবেশ ধারণ করেছে গৌরী।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে হেমন দেখানো হয়েছে, ঈশানের মৃত্যুর পর প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে গৌরী। স্বামীকে হারিয়ে কী করবে তা সে বুঝে উঠতে পারছে না। সেই জন্য মৃত্যুর পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় গৌরী! সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘গৌরী এলো’র পর্বের কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘ঈশানকে হারিয়ে কি মৃত্যুর পথ বেছে নেবে গৌরী?’

Gouri Elo, Gouri Elo trolled, Gouri Elo trolled, Mohona Maity trolled

আর ব্যস, সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করে দেন নেটিজেনরা। ঈশানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই গৌরীর লুক অনেকটা বদলে গিয়েছে। চোখের তলায় কালো দাগ, মুখের জেল্লা উধাও হয়ে গিয়েছে তাঁর। ধারাবাহিকের ট্র্যাকের সঙ্গে মানিয়ে মোহনার এমন মেক আপ করেছেন মেক আপ আর্টিস্টরা। কিন্তু অভিনেত্রীর এই লুক দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে নেটিজেনরা।

একজন নেটাগরিক গৌরীর এই লুক দেখে তাঁর গায়ে ‘শাকচুন্নি’ ট্যাগ লাগিয়ে দিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘মেক ছাড়া আসলে এটাই নায়িকার আসল চেহারা’। প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় গৌরীর লুক নিয়ে যতই ট্রোলিং চলুক না কেন এই সিরিয়াল টিআরপি তালিকায় কিন্তু প্রত্যেক সপ্তাহে বাজিমাত করছে। শুরু থেকেই টিআরপি লিস্টে প্রথম পাঁচের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে ‘গৌরী এলো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥