• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০ বছরের কেরিয়ারে এই প্রথম! বিরাট নজির গড়লেন ‘দিদি নম্বর ১’ রচনা, শুনলে গর্ব হবে

Published on:

Rachana Banerjee,Didi No 1,Zee Bangla,Reality show,Entertainment,500 episodes,Celebration,Television,Didi No 1 season 9,রচনা বন্দ্যোপাধ্যায়,দিদি নম্বর ১,জি বাংলা,রিয়্যালিটি শো,৫০০ পর্ব,সেলিব্রেশন,উদযাপন,দিদি নম্বর ১ সিজন ৯,টেলিভিশন,বিনোদন,Rachana Banerjee Didi No 1,Didi No 1 500 episodes,Didi No 1 season 9 500 episodes,রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ১,দিদি নম্বর ১ ৫০০ পর্ব,দিদি নম্বর ১ সিজন ৯ ৫০০ পর্ব

টলিউডের নামী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এখন অনেক দর্শকের কাছেই ‘দিদি নম্বর ১’ (Didi No 1) নামে জনপ্রিয়। জি বাংলার (Zee Bangla) এই রিয়্যালিটি শো সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। আদায় করে নিয়েছেন অগাধ ভালোবাসা। এবার সেই রচনার মুকুটেই জুড়ল নয়া পালক।

আজ থেকে প্রায় তিন দশক আগে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু কয়েছিলেন রচনা। এরপর বহু উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন তিনি। এখন অবশ্য বড়পর্দায় সেভাবে দেখা যায় না তাঁকে। বরং হয়ে উঠেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ। এবার টেলিভিশনের (Television) হাত ধরেই কেরিয়ারে একটি বিরাট নজির গড়ে ফেললেন অভিনেত্রী।

Rachana Banerjee, Didi No 1, Didi No 1 season 9 completes 500 episodes

রচনা সঞ্চালিত ‘দিদি নম্বর ১’ এমন একটি শো যা ৮ থেকে ৮০ সকলের ভীষণ পছন্দের। সেই জন্যই প্রত্যেকদিন বিকেলে চায়ের কাপ হাতে টিভির সামনে বসে পড়েন তাঁরা। দেখতে দেখতে সাফল্যের সঙ্গে ৮টি সিজন অতিক্রম করে ফেলেছে জি বাংলার এই শো। এখন চলছে নবম সিজন। এত বছর পরেও দর্শকমহলে রচনার শোয়ের জনপ্রিয়তা দেখার মতো।

Rachana Banerjee, Didi No 1, Didi No 1 season 9 completes 500 episodes

সম্প্রতি এই ‘দিদি নম্বর ১’র নবম সিজনই ৫০০ পর্ব সম্পন্ন করেছে। কেক কেটে হইহুল্লোড় করে উদযাপন করা হয়েছে এই বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন সঞ্চালিকা নিজে। ক্যাপশনে লিখেছেন, ‘আজ একটা বিরাট দিন ছিল। ‘দিদি নম্বর ১’ সিজন ৯’র আজ ৫০০ পর্ব সম্পন্ন হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। আমায় সবসময় সমর্থন করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য অনুরাগীদেরও ধন্যবাদ জানাই’।

Rachana Banerjee, Didi No 1, Didi No 1 season 9 completes 500 episodes

‘দিদি নম্বর ১’ সিজন ৯’র ৫০০তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের ৪ জনপ্রিয় নায়িকা। রচনার শোয়ে এদিন খেলতে এসেছিলেন মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী পোদ্দার এবং কুয়াশা বিশ্বাস। জি বাংলার আসন্ন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’র টিম হিসেবে এসেছিলেন তাঁরা।


তারকা অতিথিদের সঙ্গেই রচনা এবং সম্পূর্ণ ‘দিদি নম্বর ১’ টিম ৫০০ পর্বের উদযাপন করেন। বিশেষ এই দিনে সুন্দর করে সাজানো হয়েছিল সম্পূর্ণ সেট। শ্যুটের সময় ক্যামেরার পিছনে থাকা সকল সদস্যকে ধন্যবাদ জানান রচনা। বেশ জমজমাটভাবে এই নয়া মাইলস্টোন অতিক্রম করেছে ‘দিদি নম্বর ১’ টিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥